বিপিএলের এক হাজার ক্লাবে এনামুল

বিপিএলে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করা পঞ্চম ব্যাটসম্যান এনামুল। ছবি-বিসিবিপঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন চিটাগং ভাইকিংসের এনামুল হক বিজয়। শুক্রবার খুলনা টাইটানসের বিপক্ষে ৬২ রানের ইনিংস খেলার পথে এই কীর্তি গড়েছেন তিনি। টুর্নামেন্টে ৫৪ ম্যাচ খেলে এনামুলের সংগ্রহ এক হাজার ২৪ রান।

বিপিএলে সবচেয়ে বেশি রান মুশফিকুর রহিমের। এবার রাজশাহী কিংসের আইকন ক্রিকেটার ৫১ ম্যাচে করেছেন এক হাজার ২৩৫ রান। দ্বিতীয় স্থানে আছেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ। ৫৫ ম্যাচ খেলে তার রান এক হাজার ১৭৩।

তৃতীয় অবস্থানে সাকিব আল হাসান। গত শনিবার এক হাজার ক্লাবের ‘সদস্য’ হওয়া ঢাকা ডায়নামাইটস অধিনায়ক ৫২ ম্যাচে এক হাজার ১৩৩ রান করেছেন। ৩৫ ম্যাচে এক হাজার ৩০ রান নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন তামিম ইকবালের অবস্থান চতুর্থ।

বিপিএলে হাজার ক্লাবের দরজায় কড়া নাড়ছেন আরও পাঁচ ব্যাটসম্যান। তারা হলেন-ইমরুল কায়েস (৯৮৪), সাব্বির রহমান (৯৭৩), নাসির হোসেন (৯৬৮), শাহরিয়ার নাফীস (৯১৩) এবং পাকিস্তানের আহমেদ শেহজাদ (৯৩৭)। এবার অবশ্য শেহজাদ দল পাননি।