বাংলাদেশের বিপক্ষেই শুরু হাথুরুসিংহের!

এবার কি তামিমদের বিপক্ষে রণকৌশল সাজাতে যাচ্ছেন হাথুরুসিংহে!চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে ধোঁয়াশা কাটছে না। শনিবার বিসিবি ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে আশার কথা শুনিয়েছিলেন। দুই-তিনদিনের মধ্যে নাকি ঢাকায় আসবেন শ্রীলঙ্কান কোচ। তারপর শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত তাকে রাখার চেষ্টা করবে বিসিবি। কিন্তু এখন সেই আশার বদলে প্রতিপক্ষের ক্যাম্পে তাকে মোকাবিলা করার প্রস্তুতি শুরু করতে পারে বাংলাদেশ।

কারণ মৌখিকভাবে শ্রীলঙ্কার কোচ হতে সম্মতি দিয়েছেন হাথুরুসিংহে। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এক কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকবাজ ও ক্রিকইনফো জানিয়েছে, আগামী সপ্তাহে চুক্তিপত্রে সই করবেন তিনি। তাতে শ্রীলঙ্কায় তার মিশন শুরুই হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে।

ক্রিকবাজকে ওই কর্মকর্তা শনিবার বলেছেন, ‘সবকিছু ঠিকঠাক হচ্ছে দেখে আমরা খুশি। আগামী সপ্তাহে আমাদের সঙ্গে বসবেন তিনি। এরপর আমরা বাকি প্রক্রিয়া শেষ করব। নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে তার নিয়োগের ব্যাপারে। আমরা চুক্তির খসড়া পাঠিয়ে দিয়েছি তার আইনজীবীর কাছে। প্রায় শেষ পর্যায়ে আমরা।’

আগামী জানুয়ারিতে দেশের মাটিতে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর লঙ্কানদের সঙ্গে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ হবে সাকিব-মুশফিকদের।

অবশ্য জালাল ইউনুস আনুষ্ঠানিকভাবে জানেন না- হাথুরুসিংহে কী করবেন, কোথায় যাবেন। বিসিবি পরিচালক বলেছেন, ‘অন্য কোথাও তিনি নতুন চাকরি পেয়েছেন কিনা আমরা আনুষ্ঠানিকভাবে এখনও জানি না।’ তবে শ্রীলঙ্কার সঙ্গে এক সপ্তাহের মধ্যে চুক্তি হয়ে গেলে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে থাকবে প্রতিপক্ষ, স্বীকার করেছেন এই কর্মকর্তা, ‘যদি তিনি শ্রীলঙ্কার দায়িত্ব নেন, তাহলে আমাদের খেলোয়াড়দের নিয়ে জানাশোনা থাকার সুবিধা পাবেন তিনি। শুধু ল্যাপটপে নয়, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এগিয়ে থাকবেন। তিনি আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা জানেন। পিচের ব্যাপারেও অনেক বেশি জানা থাকবে তার।’

কিন্তু সেটা সহজ হবে না মনে করেন ইউনুস, ‘তবে আমি মনে করি লম্বা সময় পর তিনি শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে যোগ দেবেন। সেখানে মানিয়ে নিতে সময়ও লাগতে পারে তার।’

কাকতালীয় যে, ২০১৪ সালে একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। পল ফারব্রেস শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব ছেড়ে ইংল্যান্ডের সহকারী কোচ হন। ঘটনাটা শ্রীলঙ্কার ইংল্যান্ড সফরে যাওয়ার এক সপ্তাহ আগে। ক্রিকইনফো, ক্রিকবাজ