সব দলেরই সমান সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ

কোচ জয়াবর্ধনের সঙ্গে মাহমুদউল্লাহশুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। এই পর্বে চার দিনে আটটি ম্যাচ খেলবে দলগুলো। তার আগে ৬ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের সমান ম্যাচ খেলে মাত্র এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে সবার নিচে চিটাগং ভাইকিংস। তারা বাদে অন্য দলগুলো পয়েন্ট টেবিলের কাছাকাছি থাকায় সবারই সেরা চারে থাকার সুযোগ দেখছেন খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদউল্লাহ।

শুক্রবার চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচে খুলনা মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্সের। ওই ম্যাচের আগে পয়েন্ট টেবিলের অবস্থান নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘পয়েন্ট টেবিলটা এখন খুব আকর্ষণীয় মনে হচ্ছে। আমার কাছে যেটা মনে হয়, এখন প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। সব দলই বেশ শক্তিশালী। সবার সুযোগ আছে সেরা চারে খেলার।’

টুর্নামেন্টের অর্ধেকটা শেষ হয়ে গেলেও স্থানীয় খেলোয়াড়রা তেমন আলো ছড়াতে পারেননি। তাতে অবশ্য খুব একটা চিন্তিত নন মাহমুদউল্লাহ, ‘৬০-৭০ ভাগ খেলোয়াড় হয়তো পারফর্ম করছে। প্রথম দিকে তাদের একটু সংগ্রাম করতে হয়েছে, যেহেতু পাঁচজন করে বিদেশি ক্রিকেটার খেলছে। তবে ধীরে ধীরে অনেকেই ভালো পারফর্ম করছে। স্থানীয় বোলাররা বেশ ভালো করছে, ব্যাটসম্যানরাও রানে আছে- এটা একটা ইতিবাচক দিক।’

আগের দুই আসরে প্রতি ম্যাচে বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ ছিল চারজন। এবার তা বাড়িয়ে করা হয়েছে পাঁচজন। এই নিয়ম স্থানীয় ক্রিকেটারদের চাপে ফেলে দিয়েছে কিনা, এমন প্রশ্নে মাহমুদউল্লাহর  জবাব, ‘চ্যালেঞ্জের মুখোমুখি হওয়াটাই ক্রিকেটার হিসেবে আমাদের কাজ। পাঁচ বিদেশি খেলানোতে একদিক দিয়ে ভালো হচ্ছে, ভিন্ন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ পাচ্ছি আমরা। তবে দেশি ক্রিকেটারদের পারফর্ম করাটাও জরুরি।’