ইউরোপা লিগে আর্সেনালের হার

কোলন-আর্সেনাল ম্যাচের একটি দৃশ্যশেষ পর্যন্ত কিনা এফসি কোলনের বিপক্ষে হেরে গেল আর্সেনাল! ইউরোপা লিগে দুর্দান্ত সময় কাটানো গানাররা ঘরের মাঠে যাদের হারিয়েছিল ৩-১ গোলে, জার্মান সেই প্রতিপক্ষের মাঠ থেকে ফিরেছে ১-০ গোলের হার নিয়ে। সবচেয়ে বড় কথা ইউরোপা লিগের আগের চার ম্যাচের একটিতেও হারের মুখ দেখেনি ইংলিশ ক্লাবটি। হারলেও ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত হয়ে গেছে তাদের।

প্রিমিয়ার লিগে জয়ের পথে ফিরেছে তারা আগের ম্যাচেই। ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের ধাক্কা কাটিয়ে টটেনহামকে ঘরের মাঠে হারায় আর্সেনাল ২-০ গোলে। সেই আত্মবিশ্বাস নিয়ে গিয়েছিল তারা জার্মান ক্লাবটির মাঠে। কিন্তু হারের তিক্ততা সঙ্গী করে ফিরতে হয়েছে আর্সেন ওয়েঙ্গারের দলকে। ৬২ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে কোলনের জয় নিশ্চিত করেন শেহরু গুইরাসি।

কোলনের মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত হয়ে যেত আর্সেনালের। এখন অবশ্য হারের পরও নকআউট পর্বে যাচ্ছে তারা চ্যাম্পিয়ন হিসেবে। ‘এইচ’ গ্রুপের অন্য ম্যাচে রেড স্টার বেলগ্রেড বেলারুশের বাতে বরিসোভের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফেরায় হেরেও কাজ হয়ে গেছে গানারদের।

ইউরোপা লিগে জয়ের পথে ফিরেছে এসি মিলান। অস্ট্রিয়ান ক্লাব ভিয়েনাকে ৫-১ গোলে উড়িয়ে দুই ম্যাচ পর পেল তারা জয়। স্প্যানিশ ক্লাব অ্যাথলেতিক বিলবাও ৩-২ গোলে হারিয়েছে হের্থা বার্লিনকে। লা লিগার আরেক ক্লাব রিয়াল সোসিয়েদাদ ১-০ গোলে জিতে ফিরেছে নরওয়ের ক্লাব রোজেনবার্গের মাঠ থেকে। গোল ডটকম