বুধবার শেষ হচ্ছে চট্টগ্রাম পর্বের খেলা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রাজশাহী কিংসের পরের ম্যাচ আগামী শনিবার, ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। মাঝের দুই দিনে মুশফিকের সুস্থতা ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী রাজশাহী।
মুশফিকের ইনজুরি নিয়ে বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘এই মাত্র আমরা তার এক্স-রে করিয়ে আসলাম। আঙুলে কোনও চিড় ধরা পড়েনি, তবে কিছুটা ব্যথা আছে। শনিবারের মধ্যে তার সেরে ওঠার কথা। আশা করি, ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মুশফিক খেলতে পারবে।’
ইনিংসের তৃতীয় বলেই গ্লাভস ছেড়ে সাজঘরে ফিরতে হয়েছে মুশফিককে। সামির বলটি লেগ স্টাম্পের অনেক বাইরে ছিল। বাঁদিকে ঝাঁপিয়ে ধরার চেষ্টা করেছিলেন মুশফিক, কিন্তু পারেননি। বল মাঠের বাইরে চলে গেলে ৫টি ওয়াইড রান পেয়ে যায় চিটাগং ভাইকিংস। আর বাঁ হাতের কড়ে আঙুলে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মুশফিক। বাংলাদেশের টেস্ট অধিনায়ক আর মাঠে ফিরতে পারেননি, তাই উইকেট কিপিংয়ের দায়িত্ব পালন করেন জাকির হোসেন।
স্বাগতিকদের বিপক্ষে আগে ব্যাটিং করা রাজশাহীর ১৫৭ রানে মুশফিকের অবদান ৩১ রান। ম্যাচটি ৩৩ রানে জিতেছে রাজশাহী কিংস।