মুশফিককে ‘চাপমুক্ত’ করতেই সাকিব টেস্ট অধিনায়ক!

Sakib-Mushiবাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের তালিকা করলে ওপরের দিকেই থাকবে মুশফিকুর রহিমের নাম। অথচ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে তিনি জ্বলে উঠতে পারেননি। প্রোটিয়াদের মাটিতে দুই টেস্টের চার ইনিংসে মাত্র ৯৩ রান এসেছিল তার ব্যাট থেকে। ক্রিকেট কর্মকর্তাদের ধারণা, অধিনায়কত্বের ভার নিতে পারছেন না বলেই মুশফিকের এমন অনুজ্জ্বল পারফরম্যান্স।

রবিবারের সভায় সাকিব আল হাসানকে টেস্ট অধিনায়ক নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভাশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘আমরা মনে করেছি, টেস্ট নেতৃত্বে পরিবর্তন আসা দরকার। মুশফিকের কাছ থেকে আমরা সেরা ব্যাটিংটাই চাই। আমরা চাই, সে ব্যাটিংয়ে আরও মনোযোগ দিক, চাপমুক্ত হয়ে খেলুক।’

‘চাপমুক্তি’র কথা বললেও মুশফিককে টেস্ট নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পেছনে অন্য কারণ থাকতে পারে। দক্ষিণ আফ্রিকা সফরে বেশ কিছু বিষয়ে ‍মুশফিকের ক্ষোভ প্রকাশ নিয়ে কম তোলপাড় হয়নি। সদ্যবিদায়ী কোচ চন্ডিকা হাথুরুসিংহে শনিবার ঢাকায় এসে জাতীয় দলে ‘অস্থিরতা’র পেছনে একজনের দিকে ইঙ্গিত করেছেন। ক্রিকেটাঙ্গনে গুঞ্জন, সেই ‘বিশেষ ব্যক্তি’ হলেন মুশফিক!

মুশফিককে টেস্ট নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পেছনে কিছুটা রহস্যও রাখলেন বোর্ড সভাপতি, ‘বিশেষ কোনও কারণ যে নেই, তা নয়। কিন্তু কারণটা বলা যাচ্ছে না!’

তবে কারণ যা-ই হোক, মুশফিকের অধিনায়কত্ব যে বিসিবিকে সন্তুষ্ট করতে পারেনি, তাতে কোনও সন্দেহ নেই।