গেইল চোট পেয়েছেন

পা মচকে পড়ে গেলেন গেইলএলিমিনেটরে বিস্ফোরক এক ইনিংস খেলে একাই খুলনা টাইটানসের বিপক্ষে রংপুর রাইডার্সকে জেতান ক্রিস গেইল। রবিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে সেই ইনিংসের ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না। এজন্য চোট অন্যতম কারণ। পা মচকে গেছে তার। ১০ বলে মাত্র ৩ রান করে আউট হন এই ব্যাটিং দানব।

গেইল চোট পান ইনিংসের তৃতীয় ওভারে। মেহেদী হাসানের ওই ওভারের প্রথম বলে শর্ট ফাইন লেগে বল ঠেলে এক রান নিতে গিয়েছিলেন তিনি। দ্রুত দৌড়ে ক্রিজও পার হতে পেরেছিলেন, কিন্তু মেহেদীর থ্রোয়ে বল লাগে তার বাম পায়ের নিচে। ফলে ভারসাম্য হারিয়ে পা মচকে যায় ক্যারিবিয়ান তারকার। মাটিতে পড়ে যান গেইল। মেহেদীর পরের ওভারেই শোয়েব মালিককে ক্যাচ দেন তিনি।

দুই দলের খেলা শেষ পর্যন্ত ‘স্থগিত’ হওয়ার কারণে গেইলকে আর মাঠে নামা লাগেনি। তবে সোমবার অসমাপ্ত ম্যাচে তাকে নিয়ে শঙ্কার কথা জানালেন রংপুরের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক, ‘গেইলের বাঁ পায়ে এখনও ব্যথা রয়েছে। বরফের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি কাল (সোমবার) খেলতে পারবেন কিনা, সেটা হয়তো দুপুরে জানাতে পারবো। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা, তাতে বোঝা যাচ্ছে ভালো ব্যথা পেয়েছেন। ব্যথা নিয়ে বেশিক্ষণ ব্যাটিং করতে পারেননি।’