‘সাকিবের নেতৃত্বে নতুন যুগের সূচনা হবে’

sakib-newতিন বছর আগে মাশরাফি মুর্তজা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পর পাল্টে যেতে থাকে বাংলাদেশের ক্রিকেট। গত কয়েক বছরে সীমিত ওভারের ক্রিকেটে দারুণ পারফরম্যান্স টাইগারদের। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের ধারণা, সাকিব অধিনায়ক হওয়ার পর টেস্টেও আসবে নিয়মিত সাফল্য।

টেস্ট ক্রিকেটে আগের চেয়ে অবশ্য টাইগাররা সফল। শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্ট জিতেছে, ঘরের মাঠে হারিয়েছে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মতো দুই শক্তিশালী দলকে।

অধিনায়কত্বের ‘প্রথম ইনিংসে’ প্রথম টেস্টেই জয় পেয়েছিলেন সাকিব। পরের আট টেস্টে তার নেতৃত্বে অবশ্য হার মেনেছিল বাংলাদেশ। তবে সুজনের বিশ্বাস, সাকিবের অধিনায়কত্বে টাইগাররা এবার সাফল্য পাবে, ‘সাকিব এখন অনেক পরিণত। আমার মনে হয়, তার নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট নতুন যুগে প্রবেশ করবে, দেশের বাইরেও টেস্টে ভালো দল হয়ে উঠবে বাংলাদেশ।’

২০০৯ সালে দায়িত্ব নিয়ে প্রায় দুই বছর অধিনায়কের দায়িত্ব পালন করেন সাকিব। ২০১১ সালে জিম্বাবুয়ে সফরে দলীয় ব্যর্থতা আর শৃঙ্খলাভঙ্গের জের ধরে অধিনায়কত্ব হারান বিশ্বসেরা অলরাউন্ডার। টেস্টের আগে টি-টোয়েন্টি দলেরও নেতৃ্ত্ব পাওয়া সাকিবকে নিয়ে এখন দারুণ আশাবাদী সুজন, ‘গত ছয় বছরে সাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। ক্রিকেটার হিসেবে সে এখন অনেক পরিণত, আগের চেয়ে বোঝার ক্ষমতাও বেড়েছে তার।’