আফগানিস্তানের টেস্ট অভিষেক ভারতের বিপক্ষে

আফগানিস্তান ক্রিকেট দলএ বছরের জুনে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য হয় আফগানিস্তান। টেস্ট মর্যাদা পাওয়া যুদ্ধবিধ্বস্ত দেশটি তাদের প্রথম পাঁচ দিনের ম্যাচ খেলবে ২০১৮ সালে। বাংলাদেশের মতো আফগানিস্তানের টেস্ট অভিষেকও হচ্ছে ভারতের বিপক্ষে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহী রাহুল জোহরি নিশ্চিত করেছেন, আফগানিস্তানকে আতিথ্য দেবে ভারত।

আফগানিস্তানের সঙ্গে একই দিনে টেস্ট মর্যাদা পায় আয়ারল্যান্ড। আইরিশরা আগেই টেস্ট অভিষেকের পথে প্রতিপক্ষ হিসেবে পেয়ে গিয়েছে পাকিস্তানকে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, ২০১৮ সালে মে মাসে তারা প্রথম টেস্ট খেলবে পাকিস্তানের বিপক্ষে। এবার আফগানিস্তানও পেয়ে গেল প্রতিপক্ষ। অবশ্য এখনও সূচি চূড়ান্ত হয়নি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান আতিফ মশাল ও প্রধান নির্বাহী শফিকউল্লাহ স্টানিকজাই দেখা করেছেন জোহরির সঙ্গে। মুম্বাইয়ের ওই সাক্ষাতে তারা ভারতকে অনুরোধ করেছিলেন তাদের প্রথম টেস্টের প্রতিপক্ষ হওয়ার। যে প্রস্তাবটা গ্রহণ করেছে বিসিসিআই। জোহরি বলেছেন, ‘এসিবি আমাদের কাছে অনুরোধ করেছিল তাদের প্রথম টেস্ট খেলার জন্য। বিসিসিআই সেই প্রস্তাবে রাজি হয়েছে।’ ক্রিকইনফো