বিজয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত: বিসিবির হয়ে ক্ষমা চাইলেন পরিচালক

বিসিবি কার্যালয়ে অর্ধনমিত জাতীয় পতাকা। ছবি: চ্যানেল টোয়েন্টিফোর-এর সৌজন্যেবিজয় দিবসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘটনায় ব্যাপক সমালোচনা হয়েছে। এজন্য বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বিসিবির পরিচালক সাজ্জাদুল আলম ববি। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবে বিসিবি।

বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববি বুঝতে পারছেন, কত বড় ভুল হয়ে গেছে তাদের। যদিও ভুলটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে বলে দাবি তার। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘বিজয় দিবসের দিনে এমন একটা ভুল ক্ষমার অযোগ্য। এই দিনে পতাকা অর্ধনমিত থাকাটা অনেক বড় লজ্জার।’ বিষয়টি ‘অনিচ্ছাকৃত ভুল’ উল্লেখ করে ববি যোগ করেছেন, ‘দেশবাসীর কাছে এজন্য বিসিবি ক্ষমা চাইছে। আর ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, বিসিবি সেদিকে সজাগ দৃষ্টি রাখবে।’

বিশ্বে বাংলাদেশকে সবচেয়ে ভালোভাবে প্রতিনিধিত্ব করে সম্ভবত ক্রিকেট। লাল সবুজের পতাকায় মাশরাফি-সাকিবরা ওড়ান বিজয় নিশান। অথচ সেই ক্রিকেটের দেখভাল করে যে সংগঠন, তারাই কিনা করে বসল বড় ভুল। শোক দিবসে পতাকা অর্ধনমিত করে রাখার নিয়ম। কিন্তু স্বাধীনতা আন্দোলনে যেসব গুরুত্বপূর্ণ দিন আছে, বিশেষ করে বিজয় দিবস, সেখানে পুরো পতাকা উত্তোলনের করার যে নিয়ম আছে, সেটা অজানা থাকার কথা নয় বিসিবির। অথচ মহান বিজয় দিবসেই ‘ক্ষমার অযোগ্য ভুল’টা করলো সংস্থাটি।