জাতীয় ক্রিকেট লিগের সূচিতে পরিবর্তন

NCLজাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ড শুরু হচ্ছে আগামী বুধবার। শেষ রাউন্ডের সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের কারণে দীর্ঘ বিরতির পর মাঠে গড়াবে জাতীয় লিগ। আগের রাউন্ডের মতো শেষ রাউন্ডের কোনও ম্যাচ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে না। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ত্রিদেশীয় আর শ্রীলঙ্কা সিরিজের কারণে বিসিবির এমন সিদ্ধান্ত।

শেষ রাউন্ডের প্রথম স্তরের লড়াইয়ে বিকেএসপিতে মুখোমুখি হবে খুলনা ও ঢাকা। আর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে বরিশাল ও রংপুর। দ্বিতীয় স্তরের খেলায় ঘরের মাঠ শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে রাজশাহী। আর সিলেট স্টেডিয়ামে স্বাগতিক দলের প্রতিপক্ষ চট্টগ্রাম। আগের সূচি অনুযায়ী চট্টগ্রামে হওয়ার কথা ছিল ঢাকা মেট্রো-রাজশাহী ম্যাচ, আর রাজশাহীতে বরিশাল-রংপুর ম্যাচ হওয়ার কথা ছিল।

প্রথম স্তরে শিরোপা লড়াইয়ে সবচেয়ে এগিয়ে খুলনা। ৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান শীর্ষে। ১০ পয়েন্ট করে নিয়ে ঢাকা ও রংপুর বেশ পিছিয়ে খুলনার চেয়ে। চতুর্থ দল বরিশালের সংগ্রহ আট পয়েন্ট। অন্যদিকে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে ওঠা নিশ্চিত করেছে রাজশাহী। দ্বিতীয় স্থানে থাকা সিলেটের পয়েন্ট ১৪।