সিলেটে বোলারদের দিন

আবু জায়েদ রাহী পেয়েছেন ৫ উইকেটআবু জায়েদ রাহীর শিকার ৫ উইকেট, তার সঙ্গে সৈয়দ খালেদ নিলেন ৩ উইকেট। বিপরীতে শফিউল ইসলাম ও ফরহাদ রেজা দুটি করে উইকেট নিলে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সিলেটের ম্যাচটির প্রথম দিন বোলারদের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছে বিসিবি উত্তরাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ম্যাচটির প্রথম দিনেই পড়েছে ১৪ উইকেট। আবু জায়েদের বোলিং তোপে উত্তরাঞ্চল ৪৯.৫ ওভারে গুটিয়ে যায় ১৮৭ রানে। জবাবে পূর্বাঞ্চলকেও দিতে হচ্ছে কঠিন পরীক্ষা। ২৪ রান তুলতেই তারা হারিয়েছে ৪ উইকেট।

৭১ রানে ৫ উইকেট তুলে নিয়ে টস হেরে ব্যাটিংয়ে নামা উত্তরাঞ্চলকে ধসিয়ে দিয়েছেন আবু জায়েদ। তার সঙ্গে উইকেট উৎসবে যোগ দিয়েছিলেন সৈয়দ খালেদ। তাদের বোলিংয়ের সামনে উত্তরাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করতে পেরেছেন ফরহাদ হোসেন। এছাড়া নাজমুল হোসেন ২৩, ধীমান ঘোষ ২৩, নাঈম ইসলাম ২২ ও অধিনায়ক জহুরুল ইসলামের ব্যাট থেকে এসেছে ১৫ রান।

অল্প রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতে জ্বলে ওঠে উত্তরাঞ্চলের বোলাররা। শুরু থেকেই শফিউল ও ফরহাদ রেজা চেপে ধরেন পূর্বাঞ্চলের ব্যাটসম্যানদের। দুই পেসারের তোপের ৮ রান করে লিটন দাসের আউটের পর তার পথ ধরেন মুমিনুল হক। আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করে ক্যারিয়ারসেরা ইনিংস খেলা পূর্বাঞ্চলের অধিনায়ক রানের খাতা খোলার আগেই ফেরেন প্যাভিলিয়নে। পরে ইমতিয়াজ হোসেন (৩) ও মোহাম্মদ আশরাফুল (৬) দ্রুত আউট হলে বিপদ আরও বাড়ে পূর্বাঞ্চলের।