কোহলির ১৫৩ রানের পরও এগিয়ে প্রোটিয়ারা

বিরাট কোহলি খেলেছেন ১৫৩ রানের ইনিংসএকা হাতে লড়াই চালিয়ে গেলেন বিরাট কোহলি। এরপর বল হাতে জ্বলে উঠলেন জসপ্রিৎ বুমরাহ। তবু তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার লিড ১১৮ রানের।

টেস্ট ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি পূরণ করেছেন কোহলি। ৮৫ রান নিয়ে দিন শুরু করা ভারতীয় অধিনায়কের ১৫৩ রানের ওপর ভর করে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে সফরকারীরা অলআউট হয়েছে ৩০৭ রানে। জবাবে তৃতীয় দিন শেষে প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে করেছে ২ উইকেটে ৯০ রান।

সেঞ্চুরি করেই থামছেন না কোহলি। ১০০’র ঘর পেরেনোর পর লম্বা করে নিয়ে যাচ্ছেন ইনিংস। সেঞ্চুরিয়ন টেস্টেও যেমন থেমেছেন ১৫৩ রানে গিয়ে। ভারতের প্রথম ইনিংসের দশম ওভারে নেমে আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে। পরিসংখ্যান বলছে গত দুই বছরে কোহলি তার ১০ সেঞ্চুরির আটটি নিয়ে গেছেন ১৫০-এর উপরে। যেখানে আবার রয়েছে ছয়টি ডাবল সেঞ্চুরি। সেঞ্চুরির পর বড় ইনিংস খেলা ভারতীয় অধিনায়ক ভালো সঙ্গ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের কাছ থেকে। শেষ দিকে এই স্পিনার ৭১ বলে করেন ৩৮ রান।

ভারতকে ৩০৭ রানে গুটিয়ে দিয়ে প্রোটিয়াদের লিড নেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মরনে মরকেল। কোহলির উইকেট পাওয়া এই পেসারের শিকার ৪ উইকেট।

২৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। বুমরাহর জোড়া আঘাতে মাত্র ৩ রানের মধ্যেই যে স্বাগতিকরা হারায় ২ উইকেট! ওপেনার এইডেন মারক্রাম ১ রানে আউট হওয়ার পর হাশিম আমলাও ফেলেন একই স্কোরে। দুজনই আউট হয়েছেন এলবিডাব্লিউ হয়ে।

বৃষ্টি ও আলোর স্বল্পতার কারণে আগেভাগে শেষ হয়েছে দিনের খেলা। তার আগেই হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তার ৫০ রানের সঙ্গে চতুর্থ দিনের খেলা শুরু করবেন ওপেনার ডিন এলগার ৩৬ রান নিয়ে। ক্রিকইনফো