রাজ্জাকের ৫০০ উইকেট

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নিয়েছেন রাজ্জাক। ছবি-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলগত সোমবার প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন তুষার ইমরান। আর বুধবার প্রথম বাংলাদেশি বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন আব্দুর রাজ্জাক।  

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার আগে এক উইকেট নিয়ে অপেক্ষায় ছিলেন রাজ্জাক। বুধবার বিকেএসপিতে ম্যাচের তৃতীয় দিনে শাদমান ইসলামকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে অনন্য কীর্তি গড়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার।

রাজ্জাকদের প্রতিপক্ষ ওয়ালটন মধ্যাঞ্চল অবশ্য দুই উইকেটে ৩১৩ রান নিয়ে হাসি মুখেই শেষ করেছে দিনটা। শাদমান (৮৯) আর রবিউল ইসলাম রবির (৯০) ১৭১ রানের উদ্বোধন জুটির ওপরে দাঁড়িয়ে দলকে এগিয়ে নিচ্ছেন রকিবুল হাসান ও মেহরাব হোসেন জুনিয়র। দিনশেষে রকিবুল ৮২ আর মেহরাব ৪২ রানে অপরাজিত। প্রথম ইনিংসে ৪৪৮ রান করা দক্ষিণাঞ্চলের পক্ষে অন্য উইকেটটি নিয়েছেন মেহেদি হাসান।

১১৩তম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামা রাজ্জাক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন ৩০বার আর ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৮বার, সেরা বোলিং ৮৪ রানে ৯ উইকেট।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সেরা পাঁচ বোলারের তালিকায় চারজনই বাঁহাতি স্পিনার। দ্বিতীয় স্থানে আছেন এনামুল হক জুনিয়র। তিনি অবশ্য চলমান বিসিএলে খেলছেন না। ১১২টি ম্যাচ খেলা এনামুলের উইকেট সংখ্যা ৪৩৮, ইনিংসে পাঁচ উইকেট ৩২বার, ম্যাচে ১০ উইকেট ৬বার, সেরা বোলিং ৪৭ রানে ৭ উইকেট। ইনিংসে সবচেয়ে বেশি ৫ উইকেট শিকারের কৃতিত্ব তারই।

তালিকায় তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ শরীফ। সেরা পাঁচে তিনিই একমাত্র পেসার। ১২৯ ম্যাচে ৩৯১ উইকেট নেওয়া শরীফ ইনিংসে পাঁচ উইকেট ১৫বার এবং ম্যাচে ১০ উইকেট তিনবার নিয়েছেন। ২০০৭ সালে জাতীয় দল থেকে বাদ পড়া এই ডানহাতি পেসারের সেরা বোলিং ২৪ রানে ৬ উইকেট। 

চতুর্থ স্থানে থাকা মোশাররফ হোসেন ৯৭ ম্যাচ খেলে ৩৫৮ উইকেট নিয়েছেন। ১৯বার ইনিংসে পাঁচ উইকেট শিকারের পাশাপাশি তিনবার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি, সেরা বোলিং ১০৫ রানে ৯ উইকেট।

পঞ্চম স্থানে আছেন সাকলাইন সজীব। ৮৪ ম্যাচ খেলে তার সংগ্রহে ৩৪৬ উইকেট।  ২০বার ইনিংসে পাঁচ উইকেট এবং তিনবার ম্যাচে দশ উইকেট নেওয়া সজীবের  সেরা বোলিং ৮২ রানে ৯ উইকেট।