শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ

tri series logoত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর আগে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারায়। আর শ্রীলঙ্কা ১২ রানে হেরে যায় জিম্বাবুয়ের কাছে। অ্যাঞ্জেলো ম্যাথুজ দলের বাইরে থাকায় দিনেশ চান্ডিমালের নেতৃত্বে খেলবে শ্রীলঙ্কা।

দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। সানজামুল ইসলামের জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ম্যাথুজের সঙ্গে দুষ্মন্ত চামীরা বাদ পড়েছেন। তাদের জায়গায় শ্রীলঙ্কা নিয়েছে নুয়ান প্রদীপ ও নিরোশান ডিকবিলাকে।

বাংলাদেশ: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), নিরোশান ডিকবিলা, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নুয়ান প্রদীপ।