পরের দুই ম্যাচকেও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

272281হেসেখেলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ, দুই ম্যাচ হাতে রেখেই। নির্ভার থেকে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে লিগ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে তারা। তাই দল নিয়ে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা চালানো বাড়াবাড়ি হবে না। তবে দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সেটা করতে চান না।

বাংলাদেশকে জয়ের ধারায় দেখতে চান সুজন। ফাইনাল নিশ্চিত হলেও  ২৩ ও ২৫ জানুয়ারির ম্যাচ দুটোকে গুরুত্ব দিচ্ছেন তিনি। শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ারস ড্রাফট শেষে সাবেক অধিনায়ক বলেছেন, ‘জয়টা একটা অভ্যাস। সেখান থেকে দূরে সরে গেলেই সমস্যা। আমরা এই দল নিয়েও হারতে পারি, আবার সেরা একাদশ না নিয়েও হারতে পারি। হয়তো কিছু ট্যাকটিক্যাল পরিবর্তন থাকবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু জয়ের ধারা ধরে রাখা গুরুত্বপূর্ণ।’

ফাইনাল না জিতলে এই জয়ের কোনও মূল্য থাকবে না জানালেন সুজন, ‘আমরা কিন্তু এখনও ফাইনাল জিতিনি। ফাইনাল জেতাটাই সবচেয়ে বড় কথা। তবে দুইটা ম্যাচ দারুণভাবে জিতে ভালো অবস্থানে আছি।’

প্রথম দুই ম্যাচে বিশাল জয়। বাংলাদেশ ভাসছে আনন্দের সাগরে। কিন্তু ছোটখাটো ভুল এড়ানোর সুযোগ নেই মনে করেন বাংলাদেশের টেকনিক্যাল ডিরেক্টর, ‘যে কোনও ক্ষেত্রেই উন্নতির শেষ নেই। আমরা ছোটখাটো সমস্যা নিয়ে কাজ করবো। যেখানে আরও ভালো করার সুযোগ আছে, সেখানে আরও ভালো করতে চাই। প্রথম ম্যাচে আমার মনে হয়েছে, আমরা রান অতিরিক্ত বেশি দিয়েছি। গত ম্যাচে এটা হয়নি, যা ইতিবাচক দিক। ছোটখাটো ভুল না করলে আমরা আরও শক্তিশালী দলে পরিণত হবো।’