মিরপুরের উইকেট নিয়ে ভাবছেন না মাহমুদউল্লাহ

উইকেট নিয়ে চিন্তা করে নিজেদের চাপে ফেলতে রাজি নন মাহমুদউল্লাহ। ছবি-বিসিবিমিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যে কোনও আন্তর্জাতিক ম্যাচের আগে উইকেট নিয়ে আলোচনা হবেই। বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগের দিনও আলোচনায় ২২ গজের আয়তক্ষেত্র। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ অবশ্য উইকেট নিয়ে চিন্তা করে নিজেদের চাপে ফেলতে রাজি নন।

বুধবার সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘উইকেট নিয়ে চিন্তা করা মানেই নিজেদের চাপে ফেলা। এর ফলে দলের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। এই বিষয়টা এক পাশে সরিয়ে রেখে মাঠে নিজেদের কাজ ঠিকঠাক করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি, মাঠে নেমে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো।’

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের ‘ডট’ বল দেওয়ার প্রবণতা প্রায়ই বিপদে ফেলে দেয় বাংলাদেশকে। গত বছরের কথাই ধরা যাক। ২০১৭ সালে বাংলাদেশের খেলা সাতটি ম্যাচের গড় ‘ডট’ বলের পরিসংখ্যান বিস্ময়কর। প্রতি ম্যাচে ১২০ বলের মধ্যে গড়ে ৪২.১৪টি বল ‘ডট’ দিয়েছিল টাইগাররা। এর মধ্যে নিউজিল্যান্ড সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫৩টি বল ‘ডট’ দিয়ে বাংলাদেশ করেছিল ১৪১ রান।

মাহমুদউল্লাহও এ বিষয়ে চিন্তিত, ‘টি-টোয়েন্টিতে ডট বলের সংখ্যা বেশি হলে দলের পারফরম্যান্সে তা প্রভাব ফেলে। ব্যাটসম্যানরা যত কম ডট বল দিতে পারবে, তত বেশি রান উঠবে স্কোরবোর্ডে। আমাদের ব্যাটসম্যানদের ডট বল না দিয়ে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেট করার দিকে মনোযোগ দিতে হবে। আমার মনে হয় সেটাই বুদ্ধিমানের কাজ। টি-টোয়েন্টি ক্রিকেটে যে দল এই কাজ করতে পারবে, তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা তত বেশি।’