দোলেশ্বরের টানা তৃতীয় জয়

ফজলে মাহমুদের অলরাউন্ড নৈপুণ্যে দোলেশ্বরের জয়প্রথম ম্যাচ হেরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করা প্রাইম দোলেশ্বর টানা তৃতীয় জয় পেলো। ফজলে মাহমুদের অলরাউন্ড নৈপুণ্যে শনিবার বিকেএসপির চার নম্বর মাঠে তারা এবার ৬ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

টানা ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে গেছে দোলেশ্বর। শীর্ষে থাকা আবাহনীর (৮) চেয়ে ২ পয়েন্ট পেছনে তারা। দুটি করে জয় ও হার নিয়ে ৪ পয়েন্টে ৬ নম্বরে ব্রাদার্স।

ইমতিয়াজ হোসেন ও লিটন দাসের ৮২ রানের উদ্বোধনী জুটিতে জয়ের ভিত গড়ে দোলেশ্বর। এরপর ফজলে মাহমুদ ও মার্শাল আইয়ুব তৃতীয় উইকেটে যোগ করেন ৮৩ রান। লক্ষ্য থেকে ১৫ রান দূরে থাকতে ভাঙে এই জুটি।

ফজলে ৮০ বলে ৭৩ রানের সেরা ইনিংস খেলেন, যাতে ৭ চার ও ২ ছয় ছিল। বল হাতেও তিনি ছিলেন দুর্দান্ত। এই বাঁহাতি স্পিনার ৯ ওভারে ৪৯ রান দিয়ে নেন ৩ উইকেট। মাত্র ৪৬.৫ ওভারে ব্রাদার্সকে ২১৪ রানে অলআউট করতে ৩ উইকেট নিয়ে আরও অবদান রাখেন ডাচ ক্রিকেটার রায়ান টেন ডেসকাট।

মিজানুর রহমান ব্রাদার্সের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন ৭৯ বল খেলে, ৯টি চার ও দুটি ছয়ে।

দুটি পঞ্চাশ ছাড়ানো জুটিতে দোলেশ্বর ৪৭.৫ ওভারে ৪ উইকেটে করে ২১৫ রান।