৬ হাজারতম লিগ গোলের সামনে রিয়াল

15188080749543গত দুটি ম্যাচে ছন্দ ফিরে পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদকে লা লিগায় উড়িয়ে দেওয়ার পর চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে উজ্জীবিত জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। লা লিগায় এখন তারা ঐতিহাসিক এক রেকর্ডের সামনে। আর মাত্র তিনটি গোল হলেই স্পেনের শীর্ষ লিগে ৬ হাজার গোলের মাইলফলকে পৌঁছাবে তারা।

১৯২৮ সালে এই ঘরোয়া প্রতিযোগিতা শুরুর পর থেকে রিয়াল করেছে ৫ হাজার ৯৯৭ গোল। এবার ক্রিস্তিয়ানো রোনালদো ও তার দল আশা করছে, রবিবার রিয়াল বেতিসের বিপক্ষে বাকি তিন গোল করে ইতিহাসের পাতায় নাম লিখবে তারা।

লা লিগায় প্রথম গোল করেছিলেন জেইম লাজকানো। ১৯২৮-২৯ মৌসুমের প্রথম দিন সিই ইউরোপার বিপক্ষে রিয়ালের প্রথম গোল ছিল তার। ৫-০ গোলের ওই জয়ে লাজকানো একাই করেছিলেন চার গোল।

লা লিগার রেকর্ড বইয়ে আবার ঢুকতে রিয়ালের সময় লেগেছিল ২২ বছর। ওইবার পাহিনো নামে খ্যাত ম্যানুয়েল ফার্নান্দেজ করেছিলেন দলের হাজারতম গোল। ১৯৫০ সালের ৫ নভেম্বর ৫-২ গোলে অ্যাথলেটিক ক্লাবকে হারায় রিয়াল।

এরপর দলের ২ হাজারতম গোলের রেকর্ডের অংশীদার হন ছয়টি ইউরোপিয়ান কাপ জেতা পাকো জেন্তো। পোন্তেভেদরার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে ওই ম্যাচ জিতেছিল রিয়াল।

১৯৮২ সালের ২০ জানুয়ারি রিয়ালের আরেক লিজেন্ড হুয়ান গোমেস করেন দলের ৩ হাজারতম গোল, ম্যাচটি ছিল সালামানকার বিপক্ষে।

১২ বছর পর রিয়াল পৌঁছায় ৪ হাজারতম গোলের মাইলফলকে। চিলিয়ান তারকা ইভান জামোরানোর দ্বিতীয় গোলে ওই রেকর্ড গড়ে তারা। রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে রিয়াল ম্যাচটি জেতে ৫-০ গোলে। রিয়ালের ৪ হাজার ৫০০তম গোলটি করেছিলেন রাউল গঞ্জালেস।

স্প্যানিশ জায়ান্টদের ৫ হাজারতম গোল এসেছিল ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর। বার্নাব্যুতে নুমান্সিয়ার বিপক্ষে ৪-৩ গোলে জয়ের ওই ম্যাচে মাইলফলক ছোঁয়া গোলটি করেন গুতি। মালাগার বিপক্ষে ২০১২-১৩ মৌসুমে লুকা মডরিচের দুর্দান্ত শটে রিয়াল পায় ৫ হাজার ৫০০তম গোলের দেখা।

এখন ক্লাব ও ভক্তরা দেখার অপেক্ষায়, কে করবেন রিয়ালের ঐতিহাসিক ৬ হাজারতম গোল! মার্কা