মাত্র ১৭ বলেই শেষ অকল্যান্ড টেস্টের তৃতীয় দিন

বৃষ্টিতে রুটদের আগেভাগেই মাঠ ছাড়তে হলোবিধ্বস্ত ইংল্যান্ডের বিপক্ষে অকল্যান্ড টেস্টে অনেক এগিয়ে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে লিডটা আরও বড় হতে পারতো। সেটা হয়নি অনবরত বৃষ্টিতে। শনিবার খেলা হয়েছে মাত্র ১৭ বল, স্বাগতিকরা এদিন স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে মাত্র ৪ রান। ৬ উইকেট হাতে রেখে তারা এগিয়ে ১৭৫ রানে।

বৃষ্টির কারণে দ্বিতীয় দিন নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়। শুক্রবার ২৩.১ ওভার হয়েছিল খেলা। এদিন বৃষ্টি নামার আগে কেন উইলিয়ামসনের রেকর্ড সেঞ্চুরিতে ১৭১ রানের লিড নিয়েছিল তারা ইংল্যান্ডকে ৫৮ রানে গুটিয়ে দেওয়ার পর।

৪ উইকেটে ২২৯ রানে তৃতীয় দিন খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। মঈন আলীর প্রথম ওভারে ১ রান তোলে তারা। পরের ওভারে হেনরি নিকলস ও বিজে ওয়াটলিং কোনও রান যোগ করতে পারেননি। ৪৯ রানে অপরাজি থাকা নিকলস দিনের তৃতীয় ওভারে ১৪৯ বলে ৩টি চারে পান হাফসেঞ্চুরির দেখা।

জিমি অ্যান্ডারসনের ওই ওভার শেষে মাঠ ছাড়তে হয় দুই দলের খেলোয়াড়দের। এরপর বৃষ্টি থামার অপেক্ষার পালা। সেই অপেক্ষা আর শেষ হয়নি। দিবারাত্রির এই টেস্টের তৃতীয় সেশন শুরু হওয়ার কিছুক্ষণ পর দিনের শেষ ঘোষণা করেন আম্পায়াররা।

চতুর্থ দিনের খেলা শুরু হবে আধ ঘণ্টা আগে। নিকলস ৫২ ও ওয়াটলিং ১৮ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের স্কোর ৪ উইকেটে ২৩৩ রান। ক্রিকইনফো