বোলিংয়ে দুর্দান্ত হায়দরাবাদের সাকিব

৪ ওভারে ২৩ রান দিয়ে সাকিব পেয়েছেন ২ উইকেটপ্রথম ৩ ওভারে উইকেট নেই, তবে সাকিব আল হাসান ছিলেন খুব হিসেবি। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে অভিষেকটা তবু আরেকটু রঙিন না হলে বেমানানই হতো। নিজের চতুর্থ ও শেষ ওভারে সেই অপূর্ণতাও ঘুচালেন বাংলাদেশি অলরাউন্ডার। ২ উইকেট তুলে নিয়ে বোলিংয়ে আইপিএলের চলতি আসরের শুরুটা করলেন প্রত্যাশা মিটিয়ে।

২৩ রানে সাকিবের ২ উইকেটের সঙ্গে সিদ্ধার্থ কৌলের (২/১৭) চমৎকার বোলিংয়ে মোটেও সুবিধা করতে পারেনি রাজস্থান রয়্যালস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে ১২৫ রান।

আইপিএলের ১১তম আসরের উদ্বোধনী ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে অভিষেক হয়ে গেছে মোস্তাফিজুর রহমানের। সাকিবের হায়দরাবাদ সোমবার প্রথম মাঠে নামায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় ছিলেন তার মাঠে নামার। রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই হায়দরাবাদের জার্সিতে অভিষেক হয়ে যায় সাকিবের।

টস জিতে হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় অপেক্ষা ছিল সাকিবের বোলিং দেখার। ইনিংসের চতুর্থ ওভারেই বল হাতে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আজিঙ্কা রাহানের মুখোমুখি হয়ে প্রথম দুই বল ডট দিয়ে শুরুটা করলেন দুর্দান্ত। পরের বলে বাউন্ডারি হজম করলেও প্রথম ওভারে সাকিব খরচ করেন মাত্র ৬ রান। দ্বিতীয় ওভারেও ৬ রান দিলে ২ ওভারে খরচ মাত্র ১২। মাঝে বেশ কয়েক ওভার বিরতি দিয়ে আবার বল হাতে তুলে দিলেন ৮ রান। সব মিলিয়ে ৩ ওভার শেষে ২০ রান দিয়ে উইকেটশূন্য সাকিব।

এমন অসাধারণ বোলিংয়ে উইকেটের ঘরটা ফাঁকা থাকলে বেমানানই লাগতো। সাকিবও বুঝেছিলেন নিশ্চয়, তাই নিজের চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই রাহুল ত্রিপথিকে আউট করে পান চলতি আইপিএল ও হায়দরাবাদের জার্সিতে প্রথম উইকেট।

এখানেই থামলেন না, মাঝে দুই বলে ২ রান খরচ করে পঞ্চম বলেই আবার উইকেট উৎসবে মাতেন বাংলাদেশি অলরাউন্ডার। এই উইকেটের গুরুত্বটা সবচেয়ে বেশি। রাজস্থানের সর্বোচ্চ সংগ্রাহক সঞ্জু স্যামসনের (৪৯) উইকেট তুলে নেন সাকিব। তব এজন্য প্রশংসা পাবেন দুর্দান্ত এক ক্যাচ নেওয়া রশিদ খানও। ওই ওভারে মাত্র ৩ রান খরচায় সাকিব পান ২ উইকেট।

সব মিলিয়ে তার বোলিং ফিগারটা এমন- ৪-০-২৩-২। বোলিংয়ে নিঃসন্দেহে হায়দরাবাদের জার্সিতে অভিষেক রাঙিয়ে নিয়েছেন সাকিব, এবার পালা ব্যাটিংয়ের। ক্রিকইনফো