রবিবার থেকে বাংলাদেশ-ভারত শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট

cricket logoবাংলাদেশ ও ভারতের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে রবিবার শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাস মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

পরের ম্যাচ দুটি হবে সোম ও মঙ্গলবার। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল দশটায়। এই সিরিজের আয়োজক শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা অ্যাসোসিয়েশন ফর রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড রাইটস ইমপ্লিমেনটেশন ফর ডিজঅ্যাবিলিটিস (আরদ্রিদ)। সিরিজে অংশ নিতে শুক্রবার ঢাকায় পৌঁছেছে ভারতীয় দল।

গত সেপ্টেম্বরে ইন্ডিয়ান ক্রিকেট ফেডারেশন ফর দ্যা ডিজঅ্যাবলড (আইসিএফডি) ও আরদ্রিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, প্রত্যেক বছর বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে ভারতীয় দল আসবে বাংলাদেশে। আর ভারতের স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা যাবেন ভারত সফরে।