পরের আইপিএল আরব আমিরাতে!

IPL - 2016 - Trophyভারতের ১৭তম লোকসভা গঠনের জন্য সাধারণ নির্বাচন হবে ২০১৯ সালে। এ কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১২তম আসরের ভেন্যু হতে পারে সংযুক্ত আরব আমিরাত।

আইপিএলের পরের আসরটি হবে আগামী বছরের ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত। আর এই সময়েই দেশটিতে হতে পারে সাধারণ নির্বাচন। সূচির সঙ্গে নির্বাচনের ক্ষণ সাংঘর্ষিক হওয়ায় বদলে যেতে পারে আইপিএলের পরের ভেন্যু। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) বেছে নিচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

নাম না প্রকাশ করার শর্তে বিসিসিআইর একজন উর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে এ কথা বলেছেন, ‘পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর আমরা একটা সিদ্ধান্ত নেব। কিন্তু যে কোনও ধরনের ঘটনার জন্য আমরা তৈরি আছি। যদি আইপিএল ভেন্যু সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত।’

আরব আমিরাতের তিন ভেন্যু শারজা, দুবাই ও আবুধাবি সাফল্যের সঙ্গে বিভিন্ন সময় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করেছে। ভারতের এই ব্যয়বহুল প্রতিযোগিতার সপ্তম আসরের একাংশও হয়েছিল এই দেশে। ওই কর্মকর্তা আরও যোগ করেন, ‘ইউএই এর সময়টা ভারতীয় দর্শকদের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো।’

এর আগে সাধারণ নির্বাচনের কারণে দুইবার আইপিএল সরিয়ে নেওয়া হয়েছিল ভারত থেকে। ২০০৯ সালে পুরো টুর্নামেন্ট হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। চার বছর আগে লিগের প্রথম ভাগ খেলা হয় আরব আমিরাতে। দ্য এশিয়ান এইজ