ফলো অনের পর আইরিশদের দৃঢ় ব্যাটিং

দ্বিতীয় ইনিংসে দৃঢ় ব্যাটিং করেছেন জয়েসপ্রথম টেস্টে ব্যাটিংয়ের অভিজ্ঞতা শুরুতে মোটেও ভালো হয়নি আয়ারল্যান্ডের। পাকিস্তান ৯ উইকেটে ৩১০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাব দিতে নেমে মাত্র ১৩০ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে স্বাগতিকরা। অবশ্য দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়েছে তারা।

কোনও উইকেট না হারিয়ে ৬৪ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড। ডাবলিনের ম্যালাহাইডে রবিবার আবহাওয়া বাধ সাধেনি। ৬ উইকেটে ২৬৮ রানে দিন শুরু করা পাকিস্তান সকালেই হারায় উইকেট।

আগের দিনের সঙ্গে ৩ রান যোগ করে টিম ‍মুরতাঘের শিকার হন শাদাব খান। ৫৫ রান করেন তিনি। আরেক হাফসেঞ্চুরিয়ান ফাহিম আশরাফ ২৮ রানের জুটি গড়েন মোহাম্মদ আমিরকে (১৩) নিয়ে। অভিষেক টেস্টে ১১৫ বলে ৮৩ রানের সেরা ইনিংস খেলে আউট হন ফাহিম।

আয়ারল্যান্ডের অভিষেক টেস্টে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার মুরতাঘ। স্টুয়ার্ট থম্পসন নেন ৩ উইকেট। ২টি পান বয়েড র‌্যানকিন।

দারুণ বোলিংয়ে আয়ারল্যান্ডকে ভুগিয়েছেন আব্বাসদেশের ইতিহাসের প্রথম ইনিংস খেলতে নেমে মাত্র ৭ রানে ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। শাদাব ও মোহাম্মদ আব্বাস ৭ উইকেট ভাগাভাগি করে নিয়ে স্বাগতিকদের ১৩০ রানে অলআউট করেন। আব্বাস নেন ৪ উইকেট, ৩টি শাদাবের। ২টি উইকেট নেন আমির।

আইরিশদের পক্ষে ৪০ রানের সেরা ইনিংস খেলেন কেভিন ও’ব্রায়ান। ৩৩ রান করেন গ্যারি উইলসন।

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে আরেকবার ২২ গজে নেমে বেশ ভালো প্রতিরোধ গড়েছে স্বাগতিকরা।

চা বিরতির পর ২৬ ওভার খেলেছে আইরিশরা। দ্বিতীয় ইনিংসে ক্রিজ আঁকড়ে ধরে আছেন এড জয়েস। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। দুজনের অবিচ্ছিন্ন জুটি ৬৪ রানের। জয়েস ৩৯ ও পোর্টারফিল্ড ২৩ রানে অপরাজিত আছেন। ক্রিকইনফো