কেভিন ও’ব্রায়ানের সেঞ্চুরিতে আইরিশদের ঝলমলে দিন

কেভিন ও’ব্রায়ানের ঐতিহাসিক সেঞ্চুরি উদযাপন১৮০ রান পেছনে থেকে ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছিল আয়ারল্যান্ড। কে ভেবেছিল যে তারা এই ম্যাচকেই পঞ্চম দিনে নিয়ে যাবে? পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টে সেই অপ্রত্যাশিত ভাবনা সত্যি হয়েছে কেভিন ও’ব্রায়ানের ঐতিহাসিক সেঞ্চুরিতে।

শুধু তাই নয়, ৩ উইকেট হাতে রেখে ১৩৯ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তারা ৭ উইকেটে করেছে ৩১৯ রান। প্রথম ইনিংসে পাকিস্তানের ৯ উইকেটে ৩১০ রানে ইনিংস ঘোষণার পর আইরিশরা ১৩০ রানে গুটিয়ে যায়।

কোনও উইকেট না হারিয়ে ৬৪ রানে সোমবার মাঠে নামে আইরিশরা। আগের দিন ৩৯ রানে অপরাজিত এড জয়েস ৪৩ রানে আউট হন। লাঞ্চের আগে বিপদে পড়েছিল তারা আরও ৩ উইকেট হারিয়ে। এন্ডি ব্যালবিরিন খালি হাতে ফেরার পর অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড (৩২) ও নিয়াল ও’ব্রায়ান (১৮) আউট হন।

দ্বিতীয় সেশনে পল স্টারলিং (১১) ও গ্যারি উইলিসনকে (১২) নিয়ে ৩২ ও ৩০ রানের দুটি স্বস্তি ফেরানো জুটি গড়েন কেভিন। ১৫৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা আইরিশরা ঘুরে দাঁড়ায় তার সঙ্গে স্টুয়ার্ট থম্পসনের ১১৪ রানের জুটিতে।

চা বিরতির আগে ১০০ বলে আয়ারল্যান্ডের প্রথম টেস্ট হাফসেঞ্চুরিয়ান হন কেভিন। আরও পরিণত পারফরম্যান্সে ১৮৬ বলে দেশের প্রথম টেস্ট সেঞ্চুরির মালিক হন তিনি। ১১৬ বলে ৫৩ রানে থম্পসন আউট হলে ভাঙে শতক ছাড়ানো এই জুটি। তারা দুজনে ক্রিজে থেকে লিড এনে দেন স্বাগতিকদের। এ জুটি বিচ্ছিন্ন হলেও টাইরন কেনের সঙ্গে অপরাজিত ৪৮ রানের জুটিতে দারুণ এক দিন পার করলেন কেভিন। ২১৬ বলে ১২ চারে ১১৮ রানে টিকে আছেন তিনি। ৬৭ বল খেলে ৮ রানে অপরাজিত কেন।

দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ আমির ৩ উইকেট নেন। মোহাম্মদ আব্বাস পেয়েছেন ২ উইকেট। ক্রিকইনফো