মঙ্গলবার ঢাকায় ফিরছেন ওয়ালশ

কোর্টনি ওয়ালশনিদাহাস ট্রফির মতো আফগানিস্তান সিরিজেও বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালশ। তবে ক্যারিবীয় গ্রেটের অনুপস্থিতিতেই টাইগারদের ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে কয়েক দিন আগে। মঙ্গলবার ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার কথা ওয়ালশের। এরপর তার অধীনেই চলবে অনুশীলন।

জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘কোর্টনি আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যায় আসবেন। বৃহস্পতিবার থেকে দল নিয়ে কাজ শুরু করবেন তিনি।’

দেশের ক্রিকেটাঙ্গন অবশ্য এখন আরেক ‘গ্রেট’ গ্যারি কারস্টেনকে নিয়ে ব্যস্ত। ভবিষ্যৎ কোচ বিষয়ে পরামর্শ দিতে রবিবার রাতে ঢাকায় এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার। কারস্টেনকে পেয়ে সুজন উচ্ছ্বসিত, ‘গ্যারি কারস্টেন ক্রিকেটে অনেক বড় নাম। তিনি দারুণ কোচ, তার অভিজ্ঞতা অবশ্যই আমাদের কাজে লাগবে। তার মতো ক্রিকেটার সঙ্গে থাকা মানে আমাদের জন্য বিশাল প্লাস পয়েন্ট। আশা করি, তার আগমনের সুফল অচিরেই পাবো আমরা।’

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল থেকে ছিটকে পড়ায় মঙ্গলবার দেশে ফিরতে পারেন মোস্তাফিজুর রহমানও। সুজন জানিয়েছেন, ‘মঙ্গলবার মোস্তাফিজের আসার কথা। তবে এসেই অনুশীলনে যোগ দেবে না সে। তার বিশ্রাম প্রয়োজন, কারণ ভারতে সে ম্যাচ খেলেছে, অনুশীলন করেছে।’