জিম্বাবুয়েকে ৬৭ রানে গুটিয়ে পাকিস্তানের সিরিজ জয়

জিম্বাবুয়েকে ধসিয়ে দিয়েছেন ফাহিম আশরাফ।পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের অসহায় ব্যাটিং ফুটে উঠছে বার বার। তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে মাত্র ৬৭ রানে গুটিয়ে ৯ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তান। ৩-০ ব্যবধানে এগিয়ে ৫ ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত করেছে সফরকারীরা।

বুলাওয়েতে টস জিতে ব্যাটিং নিয়েছিল জিম্বাবুয়ে। প্রথম ঘণ্টাতেই জিম্বাবুয়ের সব উত্তেজনা মাটি করে দেয় পাকিস্তান। ১৫ ওভারে ৪৩ রানের বিনিময়ে তাদের ৭ ব্যাটসম্যানকে পাঠায় সাজঘরে। একটুর জন্য লজ্জার এক রেকর্ড থেকে রক্ষা পেয়েছে স্বাগতিক দল। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে সর্বনিম্ন ৬৪ রানের রেকর্ড নিউজিল্যান্ডের, ১৯৮৬ সালে শারজায়। আর আজ জিম্বাবুয়ে ২৫.১ ওভারে অলআউট হয়েছে ৬৭ রানে।

ওয়েলিংটন মাসাকাদজা ১০ রানে অপরাজিত থাকেন। আর মাত্র দুজন ডাবল ফিগারে পৌঁছান, চামু চিভাভা (১৬) এবং হ্যামিল্টন মাসাকাদজা (১০)।

ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট শিকার করেছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ। ৮.১ ওভারে মাত্র ২২ রান খরচ করেন তিনি, যেখানে ছিল দুটি মেইডেন। দুটি উইকেট নেন জুনায়েদ খান। একটি করে উইকেট উসমান খান, ইয়াসির শাহ ও শাদাব খানের।

জবাবে ৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। প্রথম বলে সাজঘরে ফেরেন ইমাম উল হক। এরপর ফখর জামানের বিধ্বংসী ৪৩ রানের ইনিংস ও বাবর আজমের ধীর গতির ১৯ রানে জয় পায় পাকিস্তান। ২৪ বলে ৮টি চার মারেন ফখর। ম্যাচসেরা হন ফাহিম আশরাফ।