বৃষ্টিতে ‘এ’ দলের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃহস্পতিবার

বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ।বুধবার ডাবলিনের দ্বিতীয় টি-টোয়েন্টি ভেসে গেছে বৃষ্টিতে। আয়ারল্যান্ড ‘এ’দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হলেও একটি বলও হয়নি, মাঠ খেলার অনুপযোগী হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। যদিও দল দুটির সম্মতিতে বৃহস্পতিবার ম্যাচটি শুরু হবে আবার।

‘এ’ দলের ম্যানেজার নাফিস ইকবাল বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন খবরটি। তাছাড়া ক্রিকেট আয়ারল্যান্ডও তাদের টুইটারে জানিয়েছে, বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটি খেলতে সম্মত হয়েছে দল দুটি, খেলা শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। টস হলেও যেহেতু মাঠেই নামার সুযোগ হয়নি, তাই নতুন করেই শুরু হচ্ছে খেলা।

বুধবার বাংলাদেশ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও টসের পরই শুরু হয় বৃষ্টি। ঘণ্টা দুয়েকের অপেক্ষার পর আউট ফিল্ড খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ রেফারি পরিত্যক্ত ঘোষণা করেন খেলা। তিন ম্যাচের সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সৌম্য সরকাররা।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুমিনুল হক না খেললেও দ্বিতীয় ম্যাচে ফিরেছিলেন তিনি একাদশে। যদিও বৃষ্টির কারণে মাঠে নামার সুযোগ হয়নি বাঁহাতি ব্যাটসম্যানের।