কোচ বলছেন গোলের জন্যই খেলেছে বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দলএশিয়ান গেমস ফুটবলে এমনিতেই বাংলাদেশের রেকর্ড ভালো নয়। আগের ২৪ ম্যাচে জয় ছিল মাত্র তিনটিতে, বাকি সব ম্যাচে পেতে হয়েছে হারের তিক্ততা। বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের স্কোরলাইনে রেকর্ড বুকে লেখা হলো প্রথম ড্র।

ইন্দোনেশিয়ার পাকানসারি স্টেডিয়ামে ৫২ মিনিটে ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এগিয়ে যাওয়ার পর ডিফেন্স সামলানোর দিকেই বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে বাদশা-তপুদের। থাইল্যান্ডও চেপে ধরে ঠিকই গোল আদায় করে নেয়। এগিয়ে থেকেও অতিমাত্রায় রক্ষণাত্মক মনোভাবে শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

দলের ইংলিশ কোচ জেমি ডে অবশ্য ডিফেন্সিভ হয়ে পড়াটা মানতে পারছেন না। বাংলাদেশ সঠিক পথেই ছিল বলে তার দাবি, ‘আমি মনে করি না দল ডিফেন্সিভ পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আমরা সবসময় কঠোর পরিশ্রম করে গেছি। আরও একটি গোলের জন্য দল খেলেছে।’

শিষ্যদের পারফরম্যান্সে তাই কোচ বেশ খুশি, ‘ছেলেদের পারফরম্যান্সে আমি অনেক খুশি। তারা চমৎকার ফুটবল খেলেছে। প্রত্যেকে নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।’

গ্রুপ পর্বে কাতারের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচে পয়েন্ট নিতে পারলে শেষ ষোলোতে যাওয়ার কিছুটা হলেও সুযোগ থাকবে। জেমি ডে বলেছেন, ‘হ্যাঁ, আমাদের সামনে সুযোগ আছে। এটা খেলোয়াড়দের বড় অর্জন।’