অভিজ্ঞতা ও সাফল্যে সমৃদ্ধ কারস্টেনকে নিয়োগ দিতে খুব বেশি ভাবতে হয়নি বেঙ্গালুরুকে। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের কোচ ছিলেন তিনি। ৭ বছর আগে ভারতকে বিশ্বকাপ জেতান এই দক্ষিণ আফ্রিকান কোচ। তাছাড়া টেস্ট র্যাংকিংয়ের শীর্ষেও উঠেছিল তার সময়ে।
ভারত ছেড়ে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নিয়েও সফল তিনি। প্রোটিয়াদের তোলেন টেস্টের র্যাংকিং চূড়ায়।
অবশ্য আইপিএলে এটাই প্রথম কোচ হওয়ার অভিজ্ঞতা নয় কারস্টেনের। ২০১৪ ও ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলসে ছিলেন তিনি। যদিও সেখানে সফলতা ধরা দেয়নি আগের মতো। গত বছর বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সেরও কোচ ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরামর্শক। ক্রিকইনফো