তামিমের বিকল্পের কথা ভাবছে না বাংলাদেশ

ইনজুরিতে পড়া তামিমের এশিয়া কাপে খেলা অনিশ্চিতকব্জির ইনজুরিতে পড়া তামিমকে নিয়ে ঘোর অনিশ্চয়তায় বাংলাদেশ দল। এশিয়া কাপে দেশসেরা ওপেনারের মাঠে নামার সম্ভাবনা খুবই কম। তবে তামিমের বিকল্প হিসেবে কাউকে দেশ থেকে নিয়ে আসার ইচ্ছে নেই টিম ম্যানেজমেন্টের।

রবিবার সংবাদ মাধ্যমকে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘আগামীকাল (সোমবার) তামিমকে একজন জার্মান অস্থি বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হবে। তার পরেই এ ব্যাপারে বিস্তারিত বলা সম্ভব হবে। তবে এশিয়া কাপে ওর মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ।  আমরা ওকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না।’

তামিমের প্রশংসা করে তিনি বলেছেন, ‘হ্যাটস অফ টু তামিম, হাতের এই অবস্থা নিয়েও সবার অনুরোধে সে ব্যাট করতে গেছে। একটা বল হয়তো খেলেছে, কিন্তু সেটা খেলতে গিয়ে বিপদও হতে পারতো। তামিমকে অনেক ধন্যবাদ। আমাদের জন্য জয় কতটা গুরুত্বপূর্ণ, এটা সে জানে। দেশের প্রতি তার এমন আত্মনিবেদন দেখে খুব ভালো লেগেছে। আসলে দেশের ওপরে তো কিছু নেই।’

মুমিনুল হককে ১৬ নম্বর খেলোয়াড় হিসেবে দলে রেখে এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। সুজন তাই তেমন চিন্তিত নন, ‘আমরা ১৬ জন নিয়ে এখানে এসেছি। টুর্নামেন্টের আগে তামিম-সাকিবের হালকা চোটের কারণে মুমিনুলকে চিন্তা-ভাবনা করেই আনা হয়েছে। আমাদের দলে যথেষ্ট ভালো খেলোয়াড় আছে, আর তারা ভালো খেলবে বলেই আমার বিশ্বাস।’