বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের হতাশা

দাবাজর্জিয়ার বাতুমি শহরে অনুষ্ঠিত ৪৩তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে সেরা ৫০-এর মধ্যে থাকতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু পুরুষ কিংবা মহিলা কোনও বিভাগেই লক্ষ্য পূরণ হয়নি। পুরুষ দল ৫৬ ও মহিলা দল হয়েছে ৭২তম।

ওপেন বিভাগে বাংলাদেশ দল ১১ খেলায় ১৩ পয়েন্ট পেয়ে ৫৬তম হয়। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। অন্যদিকে মহিলা দল ১১ খেলায় ১১ পয়েন্ট পেয়ে ৭২তম হয়েছে।

একাদশ বা শেষ রাউন্ডের খেলায় পুরুষ বিভাগে বাংলাদেশ ২.৫-১.৫ পয়েন্টে হারিয়েছে পানামাকে। আর মহিলা দল ৩.৫-০.৫ পয়েন্টে লিথুনিয়ার কাছে হেরেছে। এবারের দাবা অলিম্পিয়াডে ফিদে মাস্টার ফাহাদ রহমান একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেছেন।

এই আসরে ওপেন বিভাগে পুরুষ বিভাগে ১৮ পয়েন্ট নিয়ে টাইব্রেকারে চীন চ্যাম্পিয়ন, যুক্তরাষ্ট্র রানার্স-আপ ও রাশিয়া তৃতীয় হয়েছে। আর মেয়েদের বিভাগে ১৮ পয়েন্ট নিয়ে চীন চ্যাম্পিয়ন, ইউক্রেন রানার্স-আপ ও জর্জিয়া হয়েছে তৃতীয়।