দেশের প্রথম ১১ হাজার রানের মালিক তুষার

তুষার ইমরানজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে জোড়া সেঞ্চুরিতে ইনিংস রাঙান তুষার ইমরান। তৃতীয় রাউন্ডে খুলনার দ্বিতীয় ইনিংসে পেলেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি। তাতে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের মালিক হলেন ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান।

প্রথম শ্রেণির ক্রিকেটে এই মাইলফলক তুষার স্পর্শ করেছেন রংপুরের বিপক্ষে। বৃহস্পতিবার লাঞ্চের মাত্র ২ বল আগে আউট হন চমৎকার এক ইনিংস খেলে।

১০ হাজার ৯০৬ রান নিয়ে রংপুরের মুখোমুখি হয়েছিলেন তুষার। প্রথম ইনিংসে মাত্র ১২ রান করে আউট হন। বাকি ৭২ রান করেন দ্বিতীয় ইনিংসে। ৬৩ রানে অপরাজিত থেকে শেষ দিন খেলতে নামেন এই ডানহাতি ব্যাটসম্যান। এই মাইলফলক স্পর্শ করতে বেশি সময় নেননি।

শুধু কীর্তি গড়েই ক্ষান্ত হননি তুষার। ১৬৩ বলে ৮ চারে সেঞ্চুরি করেন তিনি। তার ১০৩ রানের দুর্দান্ত ইনিংস থামান তানভীর হায়দার।

১৬৩টি প্রথম শ্রেণির ম্যাচ শেষে তুষারের গড় রান ৪৪.২৫। ক্যারিয়ার সেরা রান ২২০।