শেষ দিন উইকেটের খোঁজে মরিয়া বাংলাদেশ

ব্রেন্ডন টেলর ক্রিজে আছেনজিম্বাবুয়ের দরকার তিন সেশনে ৩৬৭ রান, আর বাংলাদেশের চাই ৮ উইকেট। টেস্ট সিরিজ জিততে ঢাকায় স্বাগতিকদের জয়ের বিকল্প নেই। তাই উইকেটের খোঁজে মরিয়া বাংলাদেশ। কিন্তু পঞ্চম ও শেষ দিন তাদের বিপক্ষে সতর্ক ব্যাটিং শুরু করেছে জিম্বাবুয়ে।

৪ রানে অপরাজিত ব্রেন্ডন টেলর ও ২ রানে শন উইলিয়ামস ক্রিজে খেলতে নেমেছেন। ২ উইকেটে ৭৬ রানে তাদের দিন শুরু হয়েছে।

আগের দিন হ্যামিলটন মাসাকাদজা ও ব্রায়ান চারির উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৬৮ রানে প্রথম উইকেট হারানো জিম্বাবুয়ে আর ২ রান যোগ করতে তাদের দ্বিতীয় ব্যাটসম্যানকে ফেরান তাইজুল ইসলাম। চারি ৪৩ রানে তার শিকার হন। আর মাসাকাদজা করেন ২৫ রান।

প্রথম ইনিংস বাংলাদেশ ঘোষণা করে ৭ উইকেটে ৫২২ রানে। তারপর ৩০৪ রানে জিম্বাবুয়েকে অলআউট করে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ২২৪ রানে।