বাংলাদেশের চাই আর ২ উইকেট

মুরকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন মিরাজঢাকা টেস্টের শেষ দিন প্রথম সেশনে জিম্বাবুয়ের ২ উইকেট পায় বাংলাদেশ। কিন্তু ব্রেন্ডন টেলর তাদের অস্বস্তিতে রেখেছিলেন। লাঞ্চের পর তার সঙ্গী পিটার মুরকে বিদায় করে দুর্দান্ত ব্রেকথ্রু আনেন মেহেদী হাসান মিরাজ। কিছুক্ষণ পর মুমিনুল হকের থ্রোয়ে রেজিস চাকাভাকে রান আউট করেন মুশফিকুর রহিম। মিরাজের আরেক ধাক্কায় পরে আরও দুই উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।

জয়ের জন্য ৪৪৩ রানের লক্ষ্যে নামা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে করেছে ৮ উইকেটে ২১৪ রান। টেলর টানা সেঞ্চুরি করে একাই লড়াই করছেন। শন উইলিয়ামস, সিকান্দার রাজার কাছে উপযুক্ত সঙ্গ পাননি তিনি। তবে পিটার মুরের সঙ্গে তার পঞ্চাশ ছাড়ানো জুটি ছিল স্বাগতিকদের জন্য অস্বস্তিকর। লাঞ্চের পর মুরকে ইমরুল কায়েসের ক্যাচ বানিয়ে ৬৬ রানের এই জুটি ভাঙেন মিরাজ। এই স্পিনার তার তৃতীয় উইকেট তুলে নেন ডোনাল্ড তিরিপানোকে লিটন দাসের ক্যাচ বানিয়ে। অষ্টম উইকেটটিও নিয়েছেন মিরাজ। তাইজুল ক্যাচ নিয়ে মাঠছাড়া করেন ব্রেন্ডন মাভুতাকে।

পঞ্চম ও শেষ দিনের প্রথম উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ৩৩ বল খেলে ১৩ রান করে তার কাছে বোল্ড হন উইলিয়ামস। টেলরের সঙ্গে বেশিক্ষণ থাকতে পারেননি সিকান্দার। আগের ইনিংসে তাইজুলের কাছে বোল্ড হওয়া এই ডানহাতি ব্যাটসম্যান এবার ক্যাচ তুলে দেন তার হাতে। টেলরের সঙ্গে ২১ রানের জুটি গড়ার পথে ১২ রান করেন সিকান্দার। সিলেটেও দ্বিতীয় ইনিংসে তাইজুলের কাছে বোল্ড হন তিনি।

৪ রানে টেলর ও ২ রানে উইলিয়ামস বৃহস্পতিবার ক্রিজে খেলতে নামেন। ২ উইকেটে ৭৬ রানে তাদের দিন শুরু হয়েছে।

আগের দিন হ্যামিলটন মাসাকাদজা ও ব্রায়ান চারির উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৬৮ রানে প্রথম উইকেট হারানো জিম্বাবুয়ে আর ২ রান যোগ করতে তাদের দ্বিতীয় ব্যাটসম্যানকে ফেরান তাইজুল ইসলাম। চারি ৪৩ রানে তার শিকার হন। আর মাসাকাদজা করেন ২৫ রান।

প্রথম ইনিংস বাংলাদেশ ঘোষণা করে ৭ উইকেটে ৫২২ রানে। তারপর ৩০৪ রানে জিম্বাবুয়েকে অলআউট করে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ২২৪ রানে।