প্রস্তুতি ম্যাচে উইন্ডিজ ব্যাটসম্যানদের দাপট

হোপ ৮৮ রানের সর্বোচ্চ ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হনবাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে দাপট দেখালেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। বিসিবি একাদশের বিপক্ষে ৬ উইকেটে ৩০৩ রানে প্রথম দিন শেষ করতে সবচেয়ে বড় অবদান কিয়েরন পাওয়েল ও শাই হোপের।

প্রথম টেস্টের দলে ডাক পাওয়া নাঈম হাসানের বোলিং প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে এদিন। ২৬ ওভার বল করে ৩ মেডেনসহ ১০৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে দিনের সেরা বোলার বাংলাদেশি এই স্পিনার।

ব্যাটিং প্রস্তুতি নেওয়ার এদিন সুযোগ পাননি চট্টগ্রাম টেস্টের দলে থাকা সৌম্য সরকার। তবে ৫ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে এক উইকেট নেন তিনি।

টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট মাত্র ৬ রানে শফিউল ইসলামের কাছে বোল্ড হন। তারপর পাওয়েল ও হোপ ১৬৩ রানের বিশাল জুটিতে বিসিবি একাদশের বোলারদের ভোগান। ৭২ রানে ফজলে মাহমুদের শিকার হন পাওয়েল।

হোপ ৮৮ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। তারপর রোস্টন চেজের ৩৫ এবং শিমরন হেটমায়ার ও শেন ডাউরিচের ২৪ রান বড় স্কোরের পথে রাখে সফরকারীদের। রেমন রেইফার ও কিমো পলের ৩২ রানের অবিচ্ছিন্ন জুটিতে তিনশ’র কোটা পার করে তারা। ক্রিকইনফো