ফরহাদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে দিশেহারা মধ্যাঞ্চল

ফরহাদ রেজাদুই ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শীর্ষ দল হিসেবে বগুড়ায় পূর্বাঞ্চলের মুখোমুখি হয়েছিল মধ্যাঞ্চল। কিন্তু ফরহাদ রেজার ক্যারিয়ারসেরা বোলিংয়ে দাঁড়াতেই পারলেন না তাদের ব্যাটসম্যানরা। মাত্র ১১৮ রানে অলআউট মধ্যাঞ্চল, তারপর ১ উইকেটে ৩৭ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে পূর্বাঞ্চল। চট্টগ্রামে তৃতীয় রাউন্ডের আরেক ম্যাচে দক্ষিণাঞ্চল ৯ উইকেটে ২৮০ রান করেছে উত্তরাঞ্চলের বিপক্ষে।

মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে মধ্যাঞ্চলকে ব্যাটিংয়ে পাঠায় পূর্বাঞ্চল। ১৬তম ওভার পর্যন্ত প্রতিরোধ গড়েছিল শুভাগত হোমের দল। রাকিন আহমেদ ও পিনাক ঘোষের উদ্বোধনী জুটি বিচ্ছিন্ন হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে মধ্যাঞ্চলের ব্যাটিং লাইনআপ।

ইনিংস সেরা ২৩ রান করেন শরিফউল্লাহ। জাকের আলী ছিলেন ২০ রানে অপরাজিত। এছাড়া দুই অঙ্কের ঘরে রান করেন রাকিন (১৪), পিনাক (২১) ও তাইবুর রহমান (১৪)। ৮০ রানের ব্যবধানে সব উইকেট হারায় মধ্যাঞ্চল।

ফরহাদ ১৬ ওভারে ৬ মেডেনসহ ৩২ রানে ৭ উইকেট নেন। এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। দুই উইকেট নেন আবু জায়েদ রাহী, বাকি এক উইকেট ইফরান হোসেনের।

দক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চল

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিপদে পড়েছিল দক্ষিণাঞ্চল। ৯৬ রানে ৩ উইকেট হারায় তারা। তারপর তুষার ইমরান ও রাকিবুল হাসানের ১৪১ রানের অনবদ্য জুটিতে বড় স্কোরের আভাস দেয় দলটি।

কিন্তু রাকিবুল ইনিংস সেরা ৭৯ রানে আউট হওয়ার পর ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় দক্ষিণাঞ্চল। তুষার ৬২ রানে সানজামুলের শিকার হন। এছাড়া ৪৫ রান করেন ফজলে মাহমুদ।

উত্তরাঞ্চলের পক্ষে সবচেয়ে বেশি ৪ উইকেট নেন সানজামুল। দুটি পান এবাদত হোসেন।