৬৮ রানে অলআউট সিলেট সিক্সার্স

রানই করতে পারেননি ডেভিড ওয়ার্নারঘরের মাঠে প্রথম ম্যাচ। সমর্থকদের সামনে দুর্দান্ত সিলেট সিক্সার্সকে দেখার প্রত্যাশাই ছিল। কিন্তু ঘটলো উল্টো! কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বিপিএলের সর্বনিম্ন স্কোরের লজ্জা উঁকি দিচ্ছিল তাদের। অলক কাপালির ব্যাটে সেই লজ্জায় ডুবতে না হলেও ১৪.৫ ওভারে মাত্র ৬৮ রানে গুটিয়ে গেছে সিলেট।

ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএল এখন সিলেটে। ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার শুরুটা ম্যাড়মেড়ে হওয়ায় সিলেট পর্বে উত্তেজনা ফেরার প্রত্যাশা ছিল। কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারের দ্বিতীয় খেলায় সেই উত্তেজনার আগুনে জল ঢেলে দিয়েছে স্বাগতিক দল।

মেহেদী হাসানের ঘূর্ণিতে শুরুতেই দিশেহারা সিলেট। এই স্পিনার ৪ ওভারে ২২ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। কুমিল্লা টস জিতে তাদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালে ২২ রানে স্বাগতিকরা হারায় ৭ উইকেট। নিজের প্রথম ওভারেই মেহেদীর শিকার ৩ উইকেট। আন্দ্রে ফ্লেচারকে (৪) ফিরিয়ে শুরু করা এই স্পিনার পরপর দুই বলে তুলে নেন ডেভিড ওয়ার্নার (০) ও আফিফ হোসেনের উইকেট (০)।

দুর্দান্ত শুরু কাজে লাগিয়ে কুমিল্লা সচল রাখে উইকেট উৎসব। ওয়াহাব রিয়াজ (৩/১৫), লিয়াম ডসন (২/৪) ও মোহাম্মদ সাইফউদ্দিনের (১/১৮) বোলিং তোপে বিপিএলের সর্বনিম্ন স্কোরের লজ্জা উঁকি দিচ্ছিল সিলেট ক্যাম্পে। নিকোলাস পুরান (০), লিটন দাস (৬), সাব্বির রহমান (৬) সবাই ব্যর্থ।

কেবল অলক কাপালি যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। দলীয় স্কোরের প্রায় অর্ধেকটাই এসেছে এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। ৩১ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় কাপালি অপরাজিত ছিলেন ৩৩ রানে।