স্বস্তির জয়ে আত্মবিশ্বাসী খুলনার তাইজুল

ম্যাচসেরা পুরস্কার হাতে তাইজুলটানা চার ম্যাচ হারের হতাশা নিয়ে সিলেটে পা রেখেছিল খুলনা টাইটানস। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলটি ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। সিলেট পর্বের শুরুতে রাজশাহী কিংসকে ২৫ রানে হারিয়ে উজ্জীবিত তারা। মাত্র ১০ রানে তিন উইকেট নিয়ে জয়ের নায়ক তাইজুল ইসলামের বিশ্বাস, সেরা চারে খেলতে পারবে খুলনা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেছেন, ‘আরও সাতটা ম্যাচ বাকি আছে আমাদের। এই সাত ম্যাচের মধ্যে চার অথবা পাঁচটা জিততে পারলে সেরা চারে খেলার সুযোগ থাকবে। টি-টোয়েন্টিতে তো অসম্ভব বলে কিছু নেই!’

টানা চার ম্যাচ হেরে গেলেও দলের সবার সমর্থন পেয়েছেন খেলোয়াড়রা। তাইজুলের কণ্ঠে তাই কৃতজ্ঞতা, ‘টানা চার ম্যাচ হেরে ব্যাকফুটে চলে গিয়েছিলাম আমরা। তবে টিম ম্যানেজমেন্ট দারুণ সাপোর্ট করেছে আমাদের। তাই আত্মবিশ্বাস হারাইনি।’

১২৮ রানের সাদামাটা সংগ্রহ নিয়েও জয় পেয়েছে খুলনা। সেজন্য বোলারদের কৃতিত্ব দিচ্ছেন এই বাঁহাতি স্পিনার, ‘উইকেট ব্যাটিং সহায়ক ছিল না। স্পিন আর কাটার সমস্যায় ফেলছিল ব্যাটসম্যানদের। প্রথমে ব্যাট করে যত বেশি সম্ভব রান করার লক্ষ্য ছিল আমাদের। জানতাম, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা অনেক কঠিন হবে। আমাদের বোলাররা শুরু থেকে পরিকল্পনা মতো বল করেছে বলে ম্যাচটা সহজে জিততে পেরেছি।’

আগামী শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে পরের ম্যাচ নিয়ে ম্যাচসেরা তাইজুলের মন্তব্য, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স টুর্নামেন্টের অন্যতম সেরা দল। তবে এমন নয় যে তাদের হারানো যাবে না। আমাদের বিপক্ষে জিততে হলে তাদেরও ভালো খেলতে হবে। ২২ গজে যারা ভালো খেলবে, তারাই জিতবে।’