গেইলের ফর্ম নিয়ে চিন্তিত নয় রংপুর

এবারের বিপিএলে রান পাচ্ছেন না ক্রিস গেইলরান নেই ক্রিস গেইলের ব্যাটে। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল কিংবা সমর্থকদের কারও ‍প্রত্যাশা পূরণ করতে পারছেন না তিনি। ব্যর্থতার বৃত্তে বন্দি এই ক্যারিবিয়ানের পারফরম্যান্সে হতাশা থাকলেও চিন্তিত নয় রংপুর রাইডার্স। দলটির অলরাউন্ডার বিনি হাওয়েল জানিয়েছেন তেমনটাই।

২০১৯ সালের বিপিএলে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছেন গেইল। বড় ইনিংস তো দূরে থাক, একটি হাফসেঞ্চুরিও নেই নামের পাশে। সর্বোচ্চ স্কোর ২৩। বাকি চার ইনিংস যথাক্রমে- ১, ৮, ৭, ০। এর মানে মাত্র একটি ম্যাচে পেরেছেন তিনি দুই অঙ্কের ঘরে যেতে।

গত আসরে রংপুরের শিরোপা জেতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ব্যাটসম্যানের ব্যর্থতায় হতাশ তার ভক্তরা। যদিও রংপুর মোটেও চিন্তিত নয় গেইলের পারফরম্যান্সে। বিনি হাওয়েল বলেছেন, ‘আমরা গেইলের পারফরম্যান্স নিয়ে ভাবছি না, দলীয় পারফরম্যান্সের দিকেই সব নজর। আমরা জানি ক্রিস (গেইল) তার বড় স্কোর থেকে মাত্র একটি ম্যাচ দূরে, হতে পারে পরের ম্যাচেই সেটি আসছে।’

সিলেট সিক্সার্সের বিপক্ষে সবশেষ ম্যাচে জয়ে ফিরেছে রংপুর। এরপরও পয়েন্ট টেবিলের চারে নেই মাশরাফিরা। যদিও দলটির ইংলিশ অলরাউন্ডার হাওয়েলের মনে সেরা চারে থাকার বিশ্বাস, ‘অবশ্যই আমি বিশ্বাস করি। আমরা প্রত্যেকটি ম্যাচ জেতার চেষ্টা করব, আশা করি আমরা তিন অথবা চারে থাকতে পারব।’

মঙ্গলবার খুলনা টাইটানসের বিপক্ষে মাঠে নামবে রংপুর। বর্তমান চ্যাম্পিয়নদের চেয়েও খারাপ অবস্থা খুলনার। তবু মাহমুদউল্লাহদের হালকাভাবে নিচ্ছেন না হাওয়েল, ‘ওরা (খুলনা) আসলেই খুব ভুগছে এবার। তবে তারা খুব বিপজ্জনক দল। তাই আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। আমরা আগের ম্যাচের মতো বিশেষভাবে ব্যাটে অনেক ভালো করতে চাই, এবং আশা করছি জয় নিয়ে মাঠ ছাড়তে পারব।’