প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি পারিশ্রমিক মাশরাফি-মাহমুদউল্লাহর

মাশরাফি ও মাহমুদউল্লাহএবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন মাশরাফি মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুই অভিজ্ঞ ক্রিকেটারের পারিশ্রমিক ৩৫ লাখ টাকা।  সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম অবশ্য ডিপিএলে খেলতে অনাগ্রহী। তিন তারকাই লিগে বিশ্রাম চেয়ে আবেদন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে।

ডিপিএলে আইকন ক্যাটাগরি না থাকলেও ‘এ’ প্লাস ক্যাটাগরি রাখা হয়েছে এবার। এই ক্যাটাগরিতে ৯ জন জাতীয় দলের ক্রিকেটার রয়েছেন, যাদের পারিশ্রমিকের পরিধি ধরা হয়েছে ২৫ থেকে ৩৫ লাখ টাকা। খেলোয়াড়ের মান এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ক্যাটাগরি ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।

এ ব্যাপারে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) ইনচার্জ তৌহিদ মাহমুদ সংবাদ মাধ্যমকে বলেছেন, “আমরা ৭টা ক্যাটাগরি অনুযায়ী পারিশ্রমিক ঠিক করেছি। ‘এ’ প্লাস গ্রেডে ২৫-৩৫ লাখ, ‘এ’ গ্রেডে ২০-২৫ লাখ, ‘বি’ প্লাস গ্রেডে ১৫-১৯ লাখ, ‘বি’ গ্রেডে ১২-১৪ লাখ, ‘সি’ প্লাস গ্রেডে ৮ লাখ, ‘সি’ গ্রেডে ৫ লাখ এবং ‘ডি’ গ্রেডে ২-৪ লাখ টাকা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।”

আইকন না থাকা প্রসঙ্গে সিসিডিএমের ইনচার্জ বলেছেন, ‘জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়কে লিগের পুরোটা সময় পাওয়া যাবে না। এছাড়া মুশফিক, তামিম ও সাকিব বিশ্রাম চেয়ে আবেদন করেছেন বিসিবির কাছে।’

লিগে প্রতিটি দল তিন জন ক্রিকেটার ‘রিটেইন’ করার সুযোগ পাচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন আবাহনী মাশরাফির সঙ্গে ধরে রেখেছে মোসাদ্দেক হোসেন সৈকত এবং নাজমুল হোসেন শান্তকে। অন্যদিকে মোহামেডানে এবারও রকিবুল হাসান, কাজী অনিক এবং ইরফান শুক্কুরকে দেখা যাবে। আবাহনী-মোহামেডান সহ ১০টি দল রিটেইন করা ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছে এরই মধ্যে। শুধু প্রথম বিভাগ থেকে উঠে আসা দুটি ক্লাব প্লেয়ার্স ড্রাফটের আগে তিন জনকে নিতে পারবে। প্লেয়ার্স ড্রাফট হবে আগামী সোমবার।