বান্দরবানে দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরাবান্দরবানের সুয়ালকে বান্দরবান সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ‘সুয়ালকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’ এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রীতি ক্রিকেট ম্যাচ হয়েছে।

মঙ্গলবার বিকালে বান্দরবান সুয়ালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত  দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা।

খেলায় ১৭৬ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে লামা দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবান সুয়ালক দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট দল।

বান্দরবান সুয়ালক দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট দল ৩ উইকেট ১৭৫ রান করে। আর ১৩৬ রানে অলআউট হয় লামা দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট দল।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মিল্টন মুহুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবার সহকারী পরিচালক বিশ্বজিৎ চাকমা, বাংলাদেশ বেতারের উপবার্তা নিয়ন্ত্রক মো: মোকছেদ হোসেন, সমাজ সেবার সুয়ালক সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলের রিসোর্স টিচার সত্যজিত মজুমদার, ইউপি মেম্বার মো: জসিম উদ্দিন।

অতিথিরা দৃষ্টিপ্রতিবন্ধী খেলোয়াড়দের মাঝে দাবা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।