বিধ্বংসী জাজাইয়ে আফগানিস্তানের অবিশ্বাস্য রেকর্ড

উসমানের সঙ্গে ২৩৬ রানের জুটি গড়েন জাজাইভারতের দেরাদুনে চলছে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ, শনিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। কজনই বা এই সিরিজ নিয়ে খোঁজ খবর রাখছেন! কিন্তু অনেকের নজরের বাইরে থাকা ম্যাচেই হয়ে গেল কুড়ি ওভারের বেশ কয়েকটি রেকর্ড। হযরতউল্লাহ জাজাইয়ের বিস্ফোরক ব্যাটিংয়ে আফগানিস্তান হয়ে গেছে অবিশ্বাস্য কয়েকটি কীর্তির মালিক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় স্কোর, সর্বোচ্চ জুটি ও কোনও ব্যাটসম্যানের ব্যাটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড হয়েছে এদিন।

রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। ওপেনিংয়ে জাজাইর সঙ্গে ছিলেন উসমান ঘানি। এই দুজনের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে সদ্য বিপিএল খেলে জাতীয় দলে যোগ দেওয়া জাজাই।

শুরু থেকে আইরিশ বোলারদের ওপর চড়াও হন বাঁহাতি ব্যাটসম্যান। ২৫ বলে ৫টি করে চার ও ছয়ে হাফসেঞ্চুরি করেন জাজাই। পরের পঞ্চাশে পৌঁছাতে তিনি খেলেছেন মাত্র ১৭ বল। ৪২ বলে ৯টি করে চার ও ছয়ে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন এই ২০ বছর বয়সী ওপেনার। এটি এই সংস্করণের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। তারপরও থামেননি। মাত্র ৬২ বলে ১১ চার ও ১৬ ছয়ে ১৬২ রানে অপরাজিত ছিলেন জাজাই।

এই বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যানের বিধ্বংসী পারফরম্যান্সে আফগানিস্তান ৩ উইকেটে করে ২৭৮ রান। পাল্লেকেলেতে ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে অস্ট্রেলিয়ার ২৬৩ রানের কীর্তি পড়ে গেছে পেছনে।

দুর্দান্ত ইনিংস খেলার পথে জাজাই সর্বোচ্চ ছয়ের রেকর্ড গড়েছেন। এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার কীর্তি এতদিন ছিল অ্যারন ফিঞ্চের, ১৫৬ রান করার পথে ১৪ বার সীমানার ওপাড়ে বল মারেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। আফগান ওপেনার তার চেয়ে দুইবার বেশি ছয় মেরে রেকর্ডটা নিজের করে নিলেন।

উসমানের সঙ্গে ২৩৬ রানের জুটি গড়েছেন জাজাই। প্রথম উইকেটের এই জুটিতে তার সঙ্গী ৪৮ বলে করেন ৭৩ রান। টি-টোয়েন্টিতে এটি যে কোনও উইকেটে সর্বোচ্চ জুটি। আগের রেকর্ড ছিল ২২৩ রানের, গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ফিঞ্চ ও ডি’আর্চি শর্টের।

অবশ্য ১১ রানের জন্য জাজাই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়তে পারেননি। গত বছর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ফিঞ্চের ১৭২ রানের রেকর্ড থাকলো অক্ষত। কেবল ফিঞ্চ ও জাজাই ১৫০ ছাড়ানো ইনিংস খেলেছেন। যেখানে ফিঞ্চের এই কীর্তি দুইবার- ২০১৩ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ রান করেন।