এমন রেকর্ড চাননি মিরাজ

মিরাজসাকিব আল হাসান না থাকায় মেহেদী হাসান মিরাজের ওপর ছিল স্পিন বিভাগের দায়িত্ব। দায়িত্বের ভারটা এমনভাবে ভর করেছিল এই স্পিনারের ওপর যে, চাপে চ্যাপ্টা হলেন রীতিমত! রান খরচে লজ্জার রেকর্ডে নাম উঠে গেল মিরাজের। টেস্টে এক ইনিংসে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলার এখন তিনিই।

ডাবল সেঞ্চুরি পূরণ করার পর কেন উইলিয়ামসন ৬ উইকেটে ৭১৫ রানে যখন প্রথম ইনিংস ঘোষণা করলেন, মিরাজ তখন বোলিংয়ে ‘ডাবল সেঞ্চুরি’ পূরণ করে আড়াই শ’র কাছাকাছি! ৪৯ ওভারে এই স্পিনার দিয়েছেন ২৪৬ রান। তার আগেই অবশ্য এক ইনিংসে বাংলাদেশের সবচেয়ে বেশি রান খরচ করা বোলারে পরিণত হয়েছিলেন তিনি।

যাতে হাঁফ ছেড়ে বেঁচেছেন তাইজুল ইসলাম। এতদিন বাঁহাতি এই স্পিনারই ছিলেন এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়া বোলার। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ৬৭.৩ ওভার বল করে তাইজুল দিয়েছিলেন ২১৯ রান। মিরাজের রেকর্ডের আগে এটাই ছিল বাংলাদেশের সর্বোচ্চ খরুচে বোলিং। হ্যামিল্টন টেস্টে তাকে টপকে গেলেন মিরাজ।

টেস্ট ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার তালিকায় মিরাজ রয়েছেন ষষ্ঠ স্থানে। শীর্ষস্থানে এখনও আছেন চাক ফ্লিটউড-স্মিথ। সাবেক অস্ট্রেলিয়ান চায়নাম্যান ১৯৩৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে ৮৭ ওভারে দিয়েছিলেন ২৯৮ রান। তার কাছাকাছি চলে গিয়েছিলেন ভারতের রাজেশ চৌহান, ১৯৯৭ সালে ৭৮ ওভারে দিয়েছিলেন ২৭৬। তবে এই শতাব্দীর সবচেয়ে খরুচে বোলার মিরাজই।

লজ্জার রেকর্ডে আরেকটি জায়গায় মিরাজের নাম সবার ওপরে। অন্তত ৪৫ ওভার বল করেছেন, এমন বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ইকোনোমি রেট এই অফ স্পিনারের। হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে তার ইকোনোমি ৫.০২। ক্রিকইনফো