ক্রাইস্টচার্চে হামলায় আইসিসির শোক

4418ebe657418f188f434840952b38c5৫ মিনিট এদিক-ওদিক হলেই ক্রিকেট বিশ্ব মুখোমুখি হতো স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘটনার। ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশের ক্রিকেট দল। তাদের কোনও ক্ষতি না হলেও এর ছাপ পড়েছে ক্রিকেট বিশ্বে। প্রায় ৫০ জন নিহত হয়েছেন এই সন্ত্রাসী হামলায়। এই ঘটনায় শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার এই সন্ত্রাসী হামলার পর আইসিবি শোক জানিয়ে এক বিবৃতি প্রকাশ করে। তারা জানায়, ‘ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় আমরা শোকাহত। এ হামলায় নিহতদের পরিবার ও স্বজনদের জন্য আমরা আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। দুই দলের খেলোয়াড়, স্টাফ এবং ম্যাচ অফিশিয়ালরা সবাই নিরাপদে আছে। ম্যাচ বাতিলের সিদ্ধান্তে আইসিসি পুরো সমর্থন জানাচ্ছে।’

শনিবার শুরু হওয়ার কথা ছিল ক্রাইস্টচার্চ টেস্ট। এজন্য শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দল। সেখানে ৫-৬ মিনিট বেশি সময় লেগেছিল। তাই মসজিদে যেতেও সময় নেয় তারা। আর তাতেই প্রাণে বেঁচে যান তামিম-মুশফিকরা।

এই ঘটনায় সমঝোতার ভিত্তিতে শেষ টেস্ট বাতিল করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।