তাসকিনের প্রতি মোস্তাফিজ-রুবেলের সমবেদনা

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে বিষন্ন তাসকিনবিশ্বকাপ দলে ‍সুযোগ না পেয়ে ব্যথিত তাসকিন আহমেদ। অনেক আশা করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন ক্রিকেটের সেরা আসর নিয়ে। কিন্তু ফিটনেস সমস্যার কারণে জায়গা হয়নি দলে। মঙ্গলবার দুঃসংবাদটা পাওয়ার পর মিরপুর ক্রিকেট একাডেমিতে তার কান্না অনেকের মনই বিষন্ন করে তুলেছে। এমন মনখারাপ করা সময়ে জাতীয় দলের দুই সতীর্থ মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনকে পাশে পাচ্ছেন তাসকিন।

২০১৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছিলেন তাসকিন। বিপিএলের একটি ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁ গোড়ালিতে চোট পেয়ে যেতে পারেননি নিউজিল্যান্ড সফরে। সোয়া দুই মাস পর মাঠে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে একটি ম্যাচ খেললেও ভালো বল করতে পারেননি। ৫ ওভারে ৩৬ রান দেওয়ার পরই বোঝা যাচ্ছিল, বিশ্বকাপ দলে তার থাকার সম্ভাবনা ক্ষীণ। তবু দল ঘোষণার পর কান্না চেপে রাখতে পারেননি তিনি।

তাসকিনের যন্ত্রণা ছুঁয়ে গেছে আরেক পেসার রুবেলকে। দীর্ঘদিনের সতীর্থের দুঃখে তিনি সমব্যথী। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে রুবেল বলেছেন, ‘তাসকিন আমার খুব কাছের ছোট ভাই। তাকে আমি অনেক স্নেহ করি। তাসকিন বিশ্বকাপ দলে না থাকায় আমার খুব খারাপ লাগছে। সে বিপিএলে খুব ভালো খেলেছিল, কিন্তু ইনজুরিতে সব শেষ হয়ে গেলো। এটা খুব দুর্ভাগ্যজনক।’

বাঁহাতি পেসার মোস্তাফিজও তাসকিনকে দলে না পেয়ে দুঃখিত, ‘শুধু আমার নয়, সবারই খারাপ লাগছে। অনেক দিনের টিমমেট হিসেবে আমার একটু বেশিই খারাপ লাগছে।’

তাসকিনকে সান্ত্বনা দিয়ে রুবেল তার সঙ্গে কথা বললেও মোস্তাফিজ কিছু বলেননি। এ বিষয়ে কাটার মাস্টারের মন্তব্য, ‘তাসকিনের সঙ্গে কথা হয়নি। ওকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই।’

আরও পড়ুন:

স্বপ্নভঙ্গের বেদনায় তাসকিনের কান্না!