আইপিএল থেকে ছিটকে গেলেন স্টেইন

ডেল স্টেইনকাঁধের চোটে আইপিএল থেকে ছিটকে গেলেন ডেল স্টেইন। মৌসুমের বাকি সময় দক্ষিণ আফ্রিকান পেসারকে পাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দেশে ফিরে যাচ্ছেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নিয়ে বিশ্বকাপের আগেই ফিট হতে চান এই ডানহাতি পেসার।

লিগ পর্বের আর তিন ম্যাচ খেলবে বেঙ্গালুরু। ১১ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে তারা। প্লে অফ খেলার ক্ষীণ আশা এখনও বাঁচিয়ে রেখেছে বিরাট কোহলির দল। এজন্য বাকি সব ম্যাচই জিততে হবে তাদের। এমন সময়ে স্টেইনকে হারানো তাদের জন্য বড় ধাক্কা।

নাথান কোল্টার নাইলের ইনজুরিতে বেঙ্গালুরুর ডাক পান স্টেইন। মাত্র দুটি ম্যাচ খেলেন তিনি। চার উইকেট নিয়ে দলের টানা দুই জয়ে অবদান রাখেন এই প্রোটিয়া পেসার। বিশেষ করে পাওয়ার প্লেতে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। কিন্তু কাঁধের ব্যথায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সবশেষ ম্যাচে খেলা হয়নি তার।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বেঙ্গালুরু জানায়, ‘কাঁধের ব্যথায় ডেল স্টেইনকে যথেষ্ট বিশ্রাম নিতে বলা হয়েছিল। কিন্তু তার শারীরিক অবস্থা বিবেচনায় এই আইপিএলের বাকি অংশে আর তাকে পাওয়া যাবে না। তার উপস্থিতি দলকে অনেক সহায়তা করেছে এবং আমরা তার প্রতি কৃতজ্ঞ। তার শক্তি ও উপস্থিতি মিস করবে দল। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

মৌসুমের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেছে। তাই স্টেইনের স্থলাভিষিক্ত কাউকে খোঁজার প্রয়োজন মনে করছে না বেঙ্গালুরু। ক্রিকবাজ, ক্রিকইনফো