পাকিস্তান সিরিজে আলো ছড়িয়েও বিশ্বকাপ-শঙ্কায় ওকস

হেডিংলির ওয়ানডেতে পেয়েছেন ৫ উইকেট, তবু বিশ্বকাপ দলে থাকা নিয়ে শঙ্কায় ক্রিস ওকসফোনে কখন ভেসে উঠবে নির্বাচকের নম্বর, নিজ মুখে জানিয়ে দেবেন— ‘বিশ্বকাপে আছেন আপনি’। ইংল্যান্ডের ক্রিকেটাররা এখন সেই অপেক্ষাতেই সময় পার করছেন বলে জানিয়েছেন ক্রিস ওকস। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করার পরও বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে থাকবেন কিনা, এই পেসার নিজেও যে নিশ্চিত নন!

একেবারে ঠিক মুহূর্তে জ্বলে উঠেছেন ওকস। বিশ্বকাপের আগে শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে পেয়েছেন ৫ উইকেট। রবিবারের এই কীর্তিতে পাঁচ ম্যাচের সিরিজের চার খেলায় ১০ উইকেট নিয়ে রয়েছেন তিনি সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে। তবু বিশ্বকাপ দলে থাকবেন কিনা, সেই শঙ্কায় এই পেসার।

আগেই ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওই দলে আছেন ওকস। তবে পাকিস্তানের বিপক্ষে সবাই নিজেদের জায়গা থেকে পারফর্ম করায় কেউই নির্বাচকদের মুখ থেকে শোনা আগে নিশ্চিত হতে পারছেন না।

হেডিংলিতে ম্যাচসেরার পুরস্কার জেতা ওকস রয়েছেন সংশয়ে, ‘প্রত্যেকে নিজেদের ফোনের দিকে তাকিয়ে আছে। সবাই তাদের ফোন কল নিয়ে চিন্তিত, সেটা এমনকি দলে জায়গা পাওয়ার ভালো সম্ভাবনা থাকার পরও। যতক্ষণ না নির্বাচকদের মুখ থেকে শোনা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনও কিছুই নিশ্চিত নয়।’

সঙ্গে যোগ করেছেন, ‘এই ১৬-১৭ জন খেলোয়াড় সবাই কিনারায় এসে রয়েছে, কারণ এই সিরিজে প্রত্যেকেই কোনও না কোনও জায়গায় পারফর্ম করেছে। তাছাড়া গত কয়েক বছরে সবাই দারুণ পারফর্ম করেছে। নির্বাচকদের জন্য এটা কঠিন সিদ্ধান্ত, ভাগ্য ভালো আমাকে কোনও সিদ্ধান্ত নিতে হচ্ছে না। যদিও এটা তাদের (নির্বাচকদের) করতেই হবে।’

পাকিস্তান সিরিজ শেষে ইংল্যান্ডের চূড়ান্ত দল ঘোষণা করার কথা ছিল। ধারণা করা হচ্ছে, আগামীকাল (মঙ্গলবার) লর্ডসে চূড়ান্ত ১৫ জনের নাম জানিয়ে দেবে এবারের বিশ্বকাপের আয়োজকরা। আইসিসি ওয়েবসাইট