‘আমি মনে করি এটাই আমার শেষ ম্যাচ’

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন সাব্বিরআন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৬ মাস নির্বাসনে থাকার পর নিউজিল্যান্ড সফরে দলে ফিরেছিলেন সাব্বির রহমান। কিউইদের মাটিতে ভালোই পারফরম্যান্স ছিল তার। বাংলাদেশ দল ব্যর্থ হলেও শেষ ওয়ানডেতে ‍দুর্দান্ত সেঞ্চুরি এসেছিল সাব্বিরের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে সাফল্যের সুবাদে বিশ্বকাপে ভালো খেলতে আত্মবিশ্বাসী এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

কার্ডিফের সোফিয়া গার্ডেনসে সংবাদ মাধ্যমকে সাব্বির বলেছেন, ‘আমি সব সময় মনে করি এটাই আমার শেষ ম্যাচ। এই ম্যাচের পারফরম্যান্স দিয়েই পরের ম্যাচে দলে জায়গা করে নিতে হবে। তাই নিজের সর্বোচ্চ দিয়ে দলকে কিছু দেওয়ার চেষ্টা করি।’

ডানেডিনে ১০২ রানের ইনিংসটাই যে ক্রিকেটের শ্রেষ্ঠ মঞ্চে পথ দেখাবে, সে কথাও জানিয়েছেন তিনি, ‘বিশ্বকাপে ভালো পারফর্ম করা কিন্তু সহজ নয়। তবে আমি শতভাগ দেওয়ার চেষ্টা করি সব সময়। আরেকটা কথা হলো, নিউজিল্যান্ডের মাটিতে সেঞ্চুরি বিশ্বকাপে আমাকে অনুপ্রাণিত করবে, আত্মবিশ্বাস জোগাবে।’

গত বিশ্বকাপে ছিলেন দলের অন্যতম নবীন সদস্য। তবে অনভিজ্ঞতা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সেবার ৬ ম্যাচে ৩৬.৪০ গড়ে একটি হাফ সেঞ্চুরি সহ ১৮২ রান করা সাব্বির এখন পরিণত। ইংল্যান্ডে ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেললেও তিনি আগের মতোই রোমাঞ্চিত, ‘বিশ্বকাপ ক্রিকেট সব সময়ই উত্তেজনায় ভরা, রোমাঞ্চকর এক টুর্নামেন্ট। গত বিশ্বকাপে অনেক ইমোশন কাজ করেছিল আমার মধ্যে। কিন্তু এবার আমি আগের চেয়ে পরিণত। এই বিশ্বকাপে নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে মুখিয়ে আছি।’