কৌতিনিয়োর জোড়ায় জয়ে শুরু ব্রাজিলের

ফিলিপে কৌতিনিয়োর জোড়া গোলের উল্লাসনেইমার নেই। ব্রাজিলিয়ানদের আস্থার পুরোটা জায়গা জুড়ে নিয়েছেন ফিলিপে কৌতিনিয়ো। বার্সেলোনা ফরোয়ার্ড চাপে ভেঙে পড়েননি, বরং জাতীয় দলের জার্সিতে ধরা দিলেন চেনা রূপে। তার জোড়া লক্ষ্যভেদেই কোপা আমেরিকার মিশন জয় দিয়ে শুরু করেছে ব্রাজিল।

শনিবার ভোরে সাও পাওলোতে এবারের কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। কৌতিনিয়োর ২ গোলের সঙ্গে একবার লক্ষ্যভেদ করেছেন এভারতন। যাতে ঘরের মাঠের লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইটা ফেভারিটের মতোই শুরু হয়েছে সেলেসাওদের।

ব্রাজিলের মাটিতে ফিরেছে কোপা আমেরিকার লড়াই। ২০০৭ সালের পর আবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের স্বপ্ন তাদের। যার কাণ্ডারী ছিলেন নেইমার। কিন্তু প্রতিযোগিতা শুরুর আগে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সময় পাওয়া চোটে ছিটকে গেছেন প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড। তাতে ব্রাজিলের স্বপ্নে খানিক ধাক্কা লাগলেও তারকাখচিত দলটিকে নিয়ে প্রত্যাশা কমেনি এতটুকুও। মাঠের ফুটবলেও তারা সেটা প্রমাণ করেছে বলিভিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে।

এস্তাদিও দো মোরুম্বিতে শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ চালিয়েছে ব্রাজিল। যদিও পরিকল্পনার অভাবে বল জালে জড়াতে ব্যর্থ হয়েছে নেইমারবিহীন আক্রমণভাগ। তাই প্রথমার্ধ শেষে স্কোরলাইন ০-০ রেখেই বিরতিতে যেতে হয় স্বাগতিকদের।

অবশ্য বিরতি থেকে ঘুরে এসে আর অপেক্ষায় রাখেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে সাও পাওলোর দর্শকদের আনন্দে ভাসান কৌতিনিয়ো। নিজেদের ডি-বক্সের ভেতর বলিভিয়ান ডিফেন্ডার আদ্রিয়ান হুসিনোর হ্যান্ডবল হলে পেনাল্টি পায় ব্রাজিল, অবশ্য সেজন্য লেগেছে ভিএআর-এর সহায়তা। ৫০ মিনিটে পাওয়া সুবর্ণ সুযোগটি কাজে লাগিয়ে স্বাগতিকদের এগিয়ে নেন কৌতিনিয়ো।

বার্সেলোনার জার্সিতে কঠিন সময় কাটিয়ে আসা কৌতিনিয়ো এখানেই থামলেন না। মিনিট তিনেক পর আবারও গোল উৎসবে মাতেন তিনি। ৫৩ মিনিটে ডান প্রান্ত থেকে রবের্তো ফিরমিনোর ক্রস চমৎকার হেডে লক্ষ্যভেদ করে বার্সেলোনা তারকা স্কোরলাইন করেন ২-০।

এরপর ৮৫ মিনিটে ব্রাজিলের জয় পাকাপোক্ত করেন বদলি খেলোয়াড় এভারতন। একক প্রচেষ্টায় দেখার মতো এক গোল পেয়েছেন তিনি। বাঁ প্রান্ত থেকে বক্সের বাইরে থেকে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেছেন এই ফরোয়ার্ড। যাতে ‘এ’ গ্রুপে পুরো ৩ পয়েন্ট নিয়ে কোপা মিশন শুরু হলো ব্রাজিলের। গোল ডটকম